AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে মোবাইল কোর্টে নিবন্ধনবিহীন ডাক্তার আটক


Ekushey Sangbad
গোপালগঞ্জ সদর প্রতিনিধি,গোপালগঞ্জ
০৪:৪৯ পিএম, ২৭ সেপ্টেম্বর, ২০২২
গোপালগঞ্জে মোবাইল কোর্টে নিবন্ধনবিহীন ডাক্তার আটক

গোপালগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে মো: সামসুদ্দিন নামে একজন নিবন্ধন বিহীন ডাক্তার আটক করে শাস্তি প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মামুন খান এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গতকাল রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের চৌরঙ্গীতে অবস্থিত শরিফ ডায়গনিস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ঐ ডায়গনস্টিক সেন্টারে ডা: পরিচয়ে রোগি দেখছিলেন মো: সামসুদ্দিন। এ সময় তার নিবন্ধন জানতে চাইলে তিনি তাঁর নিবন্ধন নম্বর জানাতে ব্যর্থ হন। এক পযায়ে জানা যায় তার কোন নিবন্ধন নম্বর নাই। যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর পরিপন্থি। নিবন্ধন না থাকার পর ডাক্তারী প্র্যাকটিস করার অপরাধে ভ্রাম্যনাম আদালতের বিচারক মো: মামুন খান তাকে  ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, সঙ্গীয় পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক মো: মামুন খান জানান জনস্বার্থে ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ.কম/ম.ম.জা.হা

Link copied!