AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে ইয়াবাসহ গ্রেফতার ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
০৬:৩১ পিএম, ২৯ আগস্ট, ২০২২
রাণীশংকৈলে ইয়াবাসহ গ্রেফতার ৩ জনকে ছেড়ে দেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোববার (২৮ আগস্ট) রাতে ১০পিস ইয়াবাসহ আশরাফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটক আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের মৃত খইরুল ইসলামের ছেলে। 

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, রাণীশংকৈল থানার এস আই এরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতে ঘটনাস্থল থেকে মাদক কারবারি  আশরাফুল দম্পতিসহ একই গাড়িতে থাকা ৪ জনকে হাতেনাতে আটক করে। 

এসময় পুলিশ আশরাফুলের সাথে থাকা ১০পিছ ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৪-৪১৫২) জব্দ করেন। তবে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত গাড়ির ড্রাইভারসহ গ্রেফতার ২জন মহিলাকে রাত সাড়ে তিনটার সময় থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, আশরাফুলকে ১০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তবে তাদের সঙ্গীদের কাছে মাদক না পাওয়ায় ড্রাইভার ও মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে। আটক আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) আসামিকে  আদালতের মাধ্যমে জেলা কারাগার পাঠানো হয়েছে।

 

 

একুশে সংবাদ/আনো.আ/এস.আই
 

Link copied!