AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ শেখ কামলের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে জাতির পিতার সমাধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৪:১২ পিএম, ৫ আগস্ট, ২০২২
শহীদ শেখ কামলের ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে জাতির পিতার সমাধিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

 

জাতির পিতা বঙ্গেবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শহীদ শেখ কামলের ৭৩ তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি)।

শুক্রবার (৫ আগস্ট) সাড়ে ১১ টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তথ্য মন্ত্রী। পরে বঙ্গবন্ধু, শেখ কামাল ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেনসহ গোপালগঞ্জ জেলা ও টু‌ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন বলেন, সকলের মাঝে একটি গুণ থাকে। কিন্তু শেখ কামাল এক অন্যন্য প্রতিভার অধিকারী ছিলেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ (এমপি) বলেন, শেখ কামাল ছিলেন একজন দক্ষ সংগঠক, ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সংগঠক। আজকে তি‌নি বেঁচে থাকলে এসব ক্ষেত্রে বাংলাদেশ অনেক এ‌গিয়ে যেত।

 

একুশে সংবাদ.কম/ম.হ.জা.হা

Link copied!