AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় সর্প দংশনে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু 


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চুয়াডাঙ্গা
০১:২৭ পিএম, ১ আগস্ট, ২০২২
চুয়াডাঙ্গায় সর্প দংশনে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু 

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় সাপের কামড়ে ২ মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।তাদের সাপে দংশন করেছিল বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে। 

নিহত ২ মাদরাসা ছাত্র হলেন,দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের সাইফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (১৩) ও একই গ্রামের শওকত আলীর ছেলে জুনায়েদ (১৩)। তারা চন্দ্রবাস দারুল উলুম কওমি মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল। মাদরাসার আবাসিকে থেকে তারা লেখাপড়া করতো।

মাদরাসার শিক্ষক কুতুব উদ্দিন বলেন, ‘ভোর ৪টার দিকে আব্দুল্লাহ ও জুনায়েদ বমি করছিল। তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে- কিছুতে কামড় দিয়েছে। তখন দেখি আব্দুল্লাহর ডান পায়ে ও জুনায়েদের বাম হাতে কামড়ের চিহ্ন। পরে মাদরাসার অন্য শিক্ষকদের সহযোগিতায় তাদেরকে প্রথমে গ্রাম্য চিকিৎসকের কাছে নিই। ওই গ্রাম্য চিকিৎসকের পরামর্শে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।’

মাদরাসার পরিচালক হাজী আক্তার ফারুক বলেন, ‘মাদরাসার বোডিংয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাদের দু'জনকে সাপে দংশন করেছে। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিই। সকাল ৮টার দিকে তারা মারা যায়।’

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

একুশে সংবাদ/হা.নি/এস.আই
 

Link copied!