AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে জলদস্যুর তান্ডব; ২৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,পটুয়াখালী
১২:৩৫ পিএম, ৩০ জুলাই, ২০২২
বঙ্গোপসাগরে জলদস্যুর তান্ডব; ২৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি

 

পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিনে বঙ্গোপসাগরে অন্ততঃ ২৬ টি মাছ ধরা ট্রলারে ডাকাতি করে সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতদল। ডুবিয়ে দিয়েছে ৯ জেলেসহ একটি ট্রলার। সাগরে ভেসে নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন জেলে। তাদেরকে উদ্ধার প্রচেষ্টা চালিয়ে নিমজ্জিত ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছে অন্য ট্রলারের জেলেরা। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলে পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

 

শুক্রবার (২৯ জুলাই) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০/২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলার গুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সকল মালামাল লুট করে নিয়ে যায়। এ সময়য় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

 

মহিপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সাধারন সম্পাদক নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরে জেলেদের নিরাপত্তায় সরকারের সহযোগিতার দাবী জানান।

 

ইতোমধ্যে ঘটনার খোঁজ খবর নেয়া হচ্ছে জানান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) পটুয়াখালী।

 

একুশে সংবাদ.কম/গ.হ.জা.হা

 

Link copied!