AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেচ্ছাসেবী মিলন মেলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০২:৫৩ পিএম, ১৭ জুলাই, ২০২২
সেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেচ্ছাসেবী মিলন মেলা

 

জামালপুরে অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন 'সেচ্ছায় রক্তদানে জামালপুর' এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংগঠনের উদ্যোগে সেচ্ছাসেবী মিলন মেলাও অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৫ জুলাই) বিকাল ৩টা দিকে জামালপুর শিল্পকলা একাডেমি’র গীতিকার নজরুল ইসলাম বাবু  অডিটোরিয়ামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসেন রাজুর সভাপতিত্বে, আরিফুল হক সরকারের সঞ্চালনায় সরকারি আশেক মাহমুদ কলেজের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ অধ্যাপক হারুন উর রশিদ স্যারের উদ্বোধনে প্রধান অতিথি জামালপুর পৌরসভার মেয়র ছানুয়ার হোসেন ছানু, প্রধান আলোচক সিভিল সার্জন জামালপুর ডাঃ প্রনয় কান্তি দাস।  বিশেষ অতিথি বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও অন্যান্য সুধী ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে সমাজ ও মানবসেবায় অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

উল্লেখ বাংলাদেশের সর্ব্বোচ রক্তদাতা (১৮৫ বার) জাভেদ নাসিম ও উপস্থিত ছিলেন।

 

সেচ্ছায় রক্তদানে জামালপুরের প্রতিষ্ঠাতা সভাপতি বলেন ইসমাইল হোসেন রাজু ‘আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। শিক্ষা, উন্নয়ন, সচেতনতা, সর্বোপরি সুন্দর সমাজ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন দিনের প্রত্যাশা নিয়ে হাতে হাত রেখে একযোগে কাজ করতে হবে।’

 

একুশে সংবাদ.কম/স.ন.জা.হা

Link copied!