AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাতক্ষীরার সড়কে প্রাণ গেল দুজনের


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সাতক্ষীরা
১১:০৬ এএম, ১৯ জুন, ২০২২
সাতক্ষীরার সড়কে প্রাণ গেল দুজনের

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার বিনেরপোতায় বেতনা নদী খননের মাটি বহন ট্রাক্টর চলাচলে মাটি পড়ে পিচের কাদায় পিচ্ছিল হয়ে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের বিনেরপোতা সড়কে আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী তিন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বজলুর রহমান (৫৫) মোটরসাইকেল আরোহীকে মৃত্যু ঘোষণা করেন। অপরদিকে আব্দুস সালাম মোটরসাইকেল আরোহীর আঙঙ্খাজন অবস্থা হলে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে সিবি হসপিটালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যাক্তি হলেন সদর উপজেলার পলাশপোল এলাকায় সাহা কাদেরের ছেলে বজলুর রহমান (৫৫) একই এলাকার মইন আলীর ছেলে সালাম (৪২)। অপরদিকে  আহত হয়েছেন সদর উপজেলার  একই এলাকার  নজরুল ইসলামের ছেলে হাফিজুর রহমান (৪৫)।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বেতনা নদী খননের  বিনেরপোতা সড়ক দিয়ে নদী খননের মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছেন। এতে করে মাটি বহন ট্রাক্টর থেকে সড়কে মাটি পড়ে শুক্রবার (১৭ জুন) বিকেলে হালকা বৃষ্টিতে পিচে কাদায় পরিণত হয়। একপর্যায়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বিনেরপোতায় আব্দুর রহমান কলেজের সামনে  টিভিএস কোম্পানির এ্যাপাসি ১৫০ সিসি মোটরসাইকেল পৌছালে ওই পিচের রাস্তায় পরিণত হওয়া কাদায় সীল্পে পড়ে ঢাকা মেট্রো ছ ৭১-০৫৩৬ এ্যাম্বলেন্সের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল তিন আরোহী আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের নিয়ে গেলে আহতদের মধ্যে বজলুল রহমানের মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।

স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন বলেন, বেতনা নদী খননের মাটি সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দিয়ে বহনের ফলে সেই মাটি রাস্তায় পড়ে ধুলাবালিতে পরিণত হচ্ছে। বৃষ্টি হলেও কাদার সৃষ্টি হচ্ছে। এই পর্যন্ত শতাধিক মানুষ আহত হয়েছে। আজ দুই জন নিহত হয়েছে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্ব জিৎ অধিকারী জানান, বজলুর রহমান, আব্দুস সালাম ও হাফিজুর রহমান ব্যক্তিগত কাজ শেষে পাটকেলঘাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরায় ফিরছিলেন। বিনেরপোতা এলাকায় এসে পৌছালে পেছন থেকে দ্রুতগামী একটি এ্যাম্বুলেন্স তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসার পথে বজলুর রহমান মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুস সালাম। হাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিদর্শক (তদন্ত)।

 

 

 

একুশে সংবাদ/সা.শু/এস.আই 


 

Link copied!