AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লোকালয় থেকে হরিণ ও অজগর উদ্ধারে সুন্দরবন অবমুক্ত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বাগেরহাট
০১:১৩ পিএম, ২৪ মে, ২০২২
লোকালয় থেকে হরিণ ও অজগর উদ্ধারে সুন্দরবন অবমুক্ত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ের পৃথক স্থান থেকে একটি চিত্রল হরিণ ও একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। ২৪ মে মঙ্গলবার সকালে উদ্ধারকৃত হরিণ ও অজগরটিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি চিত্রল হরিণ পথ হারিয়ে বন সংলগ্ন ধানসাগর গ্রামে চলে আসলে গ্রামবাসী ধাওয়া করে হরিণটিকে আটক করে।

অন্যদিকে, একই দিন সন্ধ্যায় কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ির বন থেকে একটি অজগর সাপ পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসলে গ্রামবাসী জাল নিক্ষেপ করে আটক করে বনবিভাগকে খবর দেয়। পরে বনরক্ষীরা হরিণ ও অজগরটি উদ্ধার করে ধানসাগর স্টেশন সংলগ্ন বনে অবমুক্ত করেন।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবন সংলগ্ন লোকালয়ে হরিণ ও অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

 

 

একুশে সংবাদ/মা.বি/এস.আই
 

Link copied!