AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় ঠাণ্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা


Ekushey Sangbad
উপজেলা প্রতিনিধি
০৪:১৭ পিএম, ১৭ জানুয়ারি, ২০২২
মোংলায় ঠাণ্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা

ছবি: একুশে সংবাদ

মোংলা প্রতিনিধি: হঠাৎ করে শৈত্যপ্রবাহের কারণে মংলায় ঠাণ্ডাজনিত রোগে বয়স্কদের চাইতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় অন্যান্য সময়ের  তুলনায় আউটডোরে সাধারণ রোগীর চাপ অনেক বেশি। 


উপজেলার মিঠাখালি ইউনিয়ন থেকে আসা জামিলা খাতুন জানান হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে তিনি আমাশা এবং শ্বাসকষ্টে ভুগছেন তাই ডাক্তারের কাছে  চিকিৎসা নিতে এসেছেন।

 

তবে বয়স্কদের চাইতে শিশু রোগীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কর্ণারে গিয়ে দেখা যায় রোগীর স্বজনদের উপচে পড়া ভিড়।


 মংলা পৌর এলাকার বাসিন্দা মমতাজ বেগম বলেন হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমার দুই বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে তারা আজ দুদিন যাবত আমাশা সর্দি কাশি নিয়ে ভুগছেন।

 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কর্ণার এর চিকিৎসক প্রকাশ কুমার দাস বলেন অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে শিশু রোগীর চাপ অনেক বেশি সাধারণ সময় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন রোগী আসলেও বর্তমান সময়ে তা ১০০ এর মত হয়ে গেছে যার বেশির ভাগ শিশু ঠাণ্ডাজনিত রোগ আমাশা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা এবং নিউমোনিয়া আক্রান্ত।

 

রোগীর চাপ বেশী থাকায় তাদের সেবা দিতে আমাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।

 

তবে রোগীর স্বজনদের উচিত শীতের সময় বাচ্চাদের বাইরে বের না করা গরম পানি দিয়ে গোসল করানো এবং উষ্ণ গরম পানি পান করানো।

 


একুশে সংবাদ/ডিজার হোসেন/এইচআই.

Link copied!