AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৮:২৩ পিএম, ১৬ জানুয়ারি, ২০২২
রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন

ছবি: একুশে সংবাদ

অনিক সিকদার, রাজবাড়ী: রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হন দৈনিক যুগান্তরের রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন বাংলা টিভির জেলা প্রতিনিধি শিহাবুর রহমান।

 

রবিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মাহমুদের সভাপতিত্বে ও দেবাশীষ বিশ্বাসের সঞ্চালনায় স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়।

 

২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটির অনান্যরা হলেন, সহ-সভাপতি দেবাশীষ বিশ্বাস (বাংলাদেশ প্রতিদিন/ডিবিসি নিউজ), আসহাবুল ইয়ামিন রয়েন ( দৈনিক খবর), সহ সম্পাদক মো. সোহেল মিয়া (বার্তা ২৪ ডট কম), মো. মাহফুজুর রহমান (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মো. আশিকুর রহমান (জিটিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুশীল দাস (রাজবাড়ী সংবাদ), দপ্তর সম্পাদক আব্দুল মতিন মোল্যা (দৈনিক বর্তমান), অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম (সাহসী সময়), ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মোখলেসুর রহমান (বিজনেস বাংলাদেশ), মহিলা বিষয়ক সম্পাদক লাবণী আক্তার (দৈনিক মাতৃকণ্ঠ)।

 


এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম মিঠু ( আনন্দ টেলিভিশন), মীর সামসুজ্জামান সৌরভ (ঢাকা পোস্ট), তনু সিকদার সবুজ  (দৈনিক ইত্তেফাক, উপজেলা সংবাদদাতা), চঞ্চল সরদার ( সাম্প্রতিক দেশকাল), আসাদুজ্জামান নুর  (দৈনিক মাতৃকণ্ঠ), মো.মঈনুল হক মৃধা ( বাংলা ট্রিবিউন), মিঠুন গোস্বামী (বিবার্তা ২৪ ডট কম), অনিক সিকদার (একুশে সংবাদ), মহসীন মৃধা ( ভয়েস অফ মুজিবনগর)।

 

নব গঠিত কমিটির সভাপতি হেলাল মাহমুদ বলেন, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটি জেলার গণমাধ্যেমকর্মীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে অপসাংবাদিকতা রোধে এই সংগঠনটি নিরন্তর কাজ করবে। সত্য ও ন্যায়ের পথে থেকে সংগঠনটি তাদের পেশাগত দায়িত্ব পালন করবে।


একুশে সংবাদ/এইচ আই

Link copied!