AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধু লাভলী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৭ পিএম, ২৫ নভেম্বর, ২০২১
বড়াইগ্রামে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধু লাভলী

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে ৪টি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন লাভলী বেগম (২৮) নামের এক গৃহবধূ।বুধবার রাতে বনপাড়া আমিনা হাসপাতালে সিজারের মাধ্যমে ৪টি সন্তান প্রসব করেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন বাচ্চাগুলোকে দেখতে ক্লিনিকে ভীড় জমাচ্ছে।

লাভলী বেগম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর সরকারপাড়া গ্রামের দরিদ্র কৃষক লিটনের স্ত্রী।

গৃহবধু লাভলীর স্বজনরা জানান,বুধবার রাতে প্রসব বেদনা উঠলে লাভলী বেগমকে আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সিজারের মাধ্যমে ৪টি মেয়ে সন্তানের জন্ম দেন তিনি।

আমিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুহাইমিনুল ইসলাম জানান, লাভলী বেগম পেটের ব্যাথা নিয়ে ক্লিনিকে ভর্তি হয়। আলট্রাসনোগ্রাফি করে ধারণা করা হয়,৪টি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চার সন্তান ভূমিষ্ঠ হয়।তবে একটি বাচ্চা অপরিপক্ব হওয়ার কারনে মৃত বের করা হয়। মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছে।

গৃহবধু লাভলী জানান,আমার স্বামী দরিদ্র একজন কৃষক।আমাদের সংসারে লিমন ১৪ ও লিজা ৭ নামে আরও ২টি সন্তান আছে। অভাবের সংসারে নতুন করে এই ৩টি সন্তান প্রসবের ফলে সন্তানদের লালন পালন করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যাবে।বাচ্চাদের সিজারিয়ান ও খাবারের খরচের জন্য আর্থিক সহযোগিতাও কামনা করেন তিনি।

একুশে সংবাদ/ আরিফ

Link copied!