AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তিস্তার প্রবল স্রোতে কাকিনা-রংপুর সড়কের ১৫০ মিটার বিলিন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০২:৫৪ পিএম, ২১ অক্টোবর, ২০২১
তিস্তার প্রবল স্রোতে কাকিনা-রংপুর সড়কের ১৫০ মিটার বিলিন

তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলন বাজার এলাকায় কাকিনা- রংপুর সড়ক ১৫০ মিটার সড়ক বিলিন হওয়ায় কাকিনা–রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বুধবার(২০অক্টোবর) সন্ধা ৬ টায় উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলন বাজার এলাকায় এই মহাসড়কটি বিলিন হয়।

কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে।এসময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েন।

কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক শহিদ জানান, কাকিনা ইউনিয়নে প্রায় ৩ হাজার পরিবার পানি পন্দি হয়ে পড়েছে। এদিকে কাকিনার মহিপুর সেতু রুদ্রেশ্বর এলাকায় পাকা সড়ক ধসে গিয়ে রংপুরের সাথে যোগাযোগ বন্ধ হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান জানান, কাকিনা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে জেনে ঘটনাস্থলে রওনা করেছি।

বুধবার (২০ অক্টোবর) সন্ধা ৬ টায় লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যরাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় নির্বাহী প্রকৌশলী রাশেদীন ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যরাজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এদিকে তিস্তার প্রবল স্রোতে পাকা রাস্তা ঘরবাড়ি রাস্তা ঘাট বিলিন হয়েছে।

একুশে সংবাদ/জা/বা

Link copied!