AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে পুজামন্ডপ পরিদর্শনে নেপালের উপ-রাষ্ট্রদূত


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৭:২২ পিএম, ১২ অক্টোবর, ২০২১
লালমনিরহাটে পুজামন্ডপ পরিদর্শনে নেপালের উপ-রাষ্ট্রদূত

লালমনিরহাটের দেববাড়ি পূজা মন্ডপে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মহাষষ্ঠীর শুভ উদ্ভোধন করলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই।

দেববাড়ী পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ-রাস্ট্রদূত শ্রী কুমার রাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য (বিপিএম) লালমনিরহাটের জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম,পিপিএম) লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজনসহ প্রমুখ। 
 
জমজমাট এ আয়োজনের শুরুতে আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন দেববাড়ি পূজা মন্ডপের সম্পাদক, সমাজ সেবক জয়ন্ত কুমার দেব।

প্রধান অতিথির বক্তব্যে উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা বৈশ্বিক প্রেক্ষাপটে ভাবনার সৃষ্টি হয়েছে। বাংলাদেশ উন্নয়নে বিশ্বের উদাহরণ। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি, মানবসম্পদ উন্নয়ন, মেগা প্রকল্প সহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নতি হয়েছে। এখানে রেলপথ উন্নত হলে পর্যটনসহ ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দেববাড়ি পূজা মন্ডপ কমিটির সম্পাদক জয়ন্ত কুমার দেবের প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি এ ধরনের চমৎকার একটি আয়োজনে আমাকে আমন্ত্রন জানিয়েছেন। শুধু তাই নয়, আজকের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের উপ রাষ্ট্রদূত শ্রী কুমার রাই কে তিনি ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি এখানে এসেছেন। আমি মনে করি এর ফলে আমাদের গৌরব এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

পরে অতিথিগণ দেববাড়ির সৌজন্যে এলাকার দুস্থ এবং অসহায় ৩০০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এর আগে বেলা ১২ ঘটিকায় উপ রাষ্ট্রদূত বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

একুশে সংবাদ /জা / আ

Link copied!