AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে পাচার হওয়া বাংলাদেশী ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৫ এএম, ১ অক্টোবর, ২০২১
ভারতে পাচার হওয়া বাংলাদেশী ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর

ভারতে ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া ১২ বাংলাদেশি
নারীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫ টায়  ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় ভারতের পেট্রাপোল
ইমিগ্রেশন পুলিশ  নারীদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর
করেন। ফেরত আসা নারীরা হলেন, নরশিংদীর মিতু বেগম, সাতক্ষীরার সুইটি, যশোরের
শরিফা, সুমি, মাহফুজা, বরিশালের শায়লা, খুলনার আসমা, পাবনার
মুক্তি,ঝিনাহদাহের নাজমা, মাকিনগঞ্জের চায়না, খুলনার নার্গিস ও কুমিল্লার
সেলিনা। ফেরত আসা নারী সুইটি জানান, পারিবারিক ভাবে দরীদ্র পরিবারের। ভারতে একটি
কারখানায় তাকে ভাল কাজ দেয়ার কথা বলে দু বছর আগে ভারতে নিয়ে যায়। পরে
তাকে বাধ্য করে ঝুকিমুলক কাজে। সেখান থেকে তারা উদ্ধার হয়ে ফিরে আসে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব
জানান, ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে আইনী সহয়তা দিতে ১১
নারীকে  জাস্টিস অ্যান্ড কেয়ার  ও এক জনকে বাংলাদেশ মহিলা আইনজীবি সমিতি
নামে এনজিও গ্রহন করেছে। জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রাম অফিসার শাওলী
সুলতানা জানান, ভালো কাজের প্রলোভনে দু বছর আগে সীমান্ত দিয়ে তাদেরকে
ভারতে পাচার করা হয়েছিল। পাচারকারী ভালো কাজ না দিয়ে ঝুঁকিপূর্ণ কাজে জোর করে ব্যবহার করে। খবরপেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে ভারতের হায়দ্রাবাদের একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনী প্রক্রিয়ায় তাদেরকে ট্রাভেল পারমিটে দেশে ফেরত পাঠানো হয়। ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চাই আইনী সহয়তা করা হবে জানান তিনি।

 

একুশে সংবাদ/ইয়ানূর রহমান/আশিক

Link copied!