AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে বিশাল হা-ডু-ডু খেলা অনুিষ্ঠত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩৮ এএম, ৩০ সেপ্টেম্বর, ২০২১
বেনাপোলে বিশাল হা-ডু-ডু খেলা অনুিষ্ঠত

যশোরের শার্শার এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন বলেন,
প্রতিটি মানুষের শরীর সুস্থ রাখতে হলে খেলাধূলার কোন বিকল্প নেই। একমাত্র
খেলাধুলাই পারে মানুষকে সকল ধরণের পাপাচার ও মাদকাশক্ত থেকে নিরাপদ রেখে
একটি সুখী সমৃদ্ধ সুস্থ জীবন দিতে।

বুধবার বেলা ১২ টার সময় বেনাপোলের সাদিপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে
আয়োজিত মুজিব শতবর্ষ উপলক্ষে প্রাচীন ঐতিহ্যবাহী ১৬ দলের বিশাল হা-ডু-ডু
খেলা নিরব দর্শকের ভূমিকায় দেখার পর এভাবে নিজ মনোভাব ব্যক্ত করলেন তিনি।
বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমেদ বাবুর
সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিশাল হা-ডু-ডু খেলার মঞ্চে শিশুদের ন্যায়
হাস্যজ¦ল ভাষায় তিনি বলেন, প্রায় বিলুপ্ত হওয়া প্রাচীন ঐতিহ্যবাহী এই
হা-ডু-ডু খেলাটি আমাদের সকলকে বাঁচিয়ে রাখতে হবে।
এ খেলাটির সাথে আমাদের মা’মাটির আদর ভালোবাসা জড়িত। এখেলাটি দেখতে পেরে
তিনি যেনো কিছু সময়ের জন্য সেই ছোট্রবেলার স্মৃতিতে ফিরে গিয়েছিলেন।
ফিরেছিলেন শিশু-কিশোর বয়সের সেই ধূলো-মাটির আদরমাখা জীবনে।

এসময় সাংসদ শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরণের খেলা
দিয়ে প্রাচীন ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাসহ মৃতপ্রায় সকল খেলা বাঁচিয়ে
রাখার মতপ্রকাশ করেন। উক্ত হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা
পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ আলহাজ ওয়াহিদুজ্জামান,
বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ এনামুল হক মুকুল, সাধারণ সম্পাদক
আলহাজ নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য
অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার,
বেনাপোল পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল প্রমুখ।

 

একুশে সংবাদ/ইয়ানূর রহমান/আশিক

Link copied!