AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে একদিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৭ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২১
নরসিংদীতে একদিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নরসিংদীতে একদিনে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১১ হাজার ১৪২ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৮ টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫ জন ও আরটিপিসিআর ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৫.১৩ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৬ জন, রায়পুরাতে ০ জন, বেলাবোতে ২, মনোহরদী ৩, শিবপুরে ১ জন ও পলাশে ২ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৯৪৫ জন, রায়পুরাতে ৬০৪ জন, বেলাবোতে ৭১৮ জন, মনোহরদী ৮৭৭ জন , শিবপুরে ১৩৭৮ জন, পলাশে ১৬১৯ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৪৬ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি মোট কোভিড রোগীর সংখ্যা ৪ জন, সন্দেহজনক রোগীর সংখ্যা ১৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ১৬ জন।

এই জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন। এর মধ্যে সদরে ৪০ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।

একুশে সংবাদ/রুদ্র/আরিফ

Link copied!