AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিনাইগাতীতে কৃষকদের সাথে স্থানীয় কর্তৃপক্ষদের  নীতিমালা সংক্রান্ত পরামর্শ সভা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:৩৪ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইগাতীতে কৃষকদের সাথে স্থানীয় কর্তৃপক্ষদের  নীতিমালা সংক্রান্ত পরামর্শ সভা

ইউরোপীয় ইউনিয়ন এর  অর্থায়নে, ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ এবং আরডিএস এর বাস্তবায়নাধীন "ক্ষমতায়ন" প্রকল্পের উদ্যোগে  "কৃষক নেতৃত্বাধীন সমিতির সাথে অগ্রাধিকার ইস্যুতে স্থানীয় কর্তৃপক্ষদের নীতিমালা সংক্রান্ত পরামর্শ বিষয়ক কর্মশালা"অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি পণ্য  এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে, ক্ষমতায়ন প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কৃষিবিদ উজ্জল কুমার দত্ত রায়ের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও ফারুক আল মাসুদ।

ক্ষমতায়ন প্রকল্পের পটভূমি ও ভূমিকা নিয়ে সার্বিক আলোচনা করেন, আর.ডি.এস এর প্রোগ্রাম ম্যানেজার শামীম আজাদ। 

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, মৎস্য  কর্মকর্তা সিরাজুস সালেহীন, প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফ্রিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক, ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, মো. মজনু মিয়া, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান মন্টু প্রমুখ।

এসময় প্রকল্পের জেলা সমন্বয়কারী কৃষিবিদ মো. মাহবুব হাসান ও  ঝিনাইগাতী উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির ৫১জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/হেলাল/আরিফ

Link copied!