AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বামীকে সেবা দিয়ে করোনায় মৃত্যু অন্তঃসত্ত্বা স্ত্রীর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৪৭ এএম, ১৭ জুলাই, ২০২১
স্বামীকে সেবা দিয়ে করোনায় মৃত্যু অন্তঃসত্ত্বা স্ত্রীর

নোয়াখালী জেলার সেনবাগে করোনা আক্রান্ত স্বামীর সেবা করতে চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

১৬-জুলাই-২১ইং শুক্রবার সকাল ৯ঘটিকায় ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া  ইউনিয়নের ১নং ওয়ার্ড পরিকোট গ্রামের মোহাম্মদ উল্লাহ কারী বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা গেছে দুই সন্তানের জননী জাহানারা বেগমের (৩৭)  স্বামী গত এক মাস আগে করোনা আক্রান্ত হলে, প্রথমে ফেনীতে প্রাথমিক চিকিৎসা করিয়ে,  উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করানো হয়।

স্বামী শাহজাহানের সেবা করার জন্য চট্টগ্রামে তার সঙ্গে মেডিকেলে বেশ কিছুদিন যাবৎ সহযোগিতা করে আসছে জাহানারা বেগম।

আর এদিকে স্বামী শাহজাহান একটু মোটামুটি সুস্থ হলেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ছয় মাসের অন্তঃসত্ত্বা জাহানারা বেগম।

মৃত্যুর খবর পেয়ে বাড়ির লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে , যদি এই লাশ দাফন করা হয় তবে সম্পূর্ণ এলাকা লকডাউন ঘোষণা করা হবে এমন ধারণা থেকে স্থানীয়  লোকজন লাশ দাফনের ক্ষেত্রে কোন প্রকার সহযোগিতা না করায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে ১০হাজার টাকার বিনিময়ে দাফন করা হয় জাহানারার লাশ।

আর এদিকে নোয়াখালী সেনবাগে মোট শনাক্ত ৭৮৮ জনের মধ্যে ৫৮২ জন সুস্থ হলেও মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনের।

 

 

একুশে সংবাদ/লিটন/প

Link copied!