AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগর উপজেলা লকডাউন ঘোষণা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:২৬ পিএম, ২২ জুন, ২০২১
জীবননগর উপজেলা লকডাউন ঘোষণা

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসের সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে।দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি।এই পরিস্থিতিতে আগেই জেলার দামুড়হুদা উপজেলা,চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলুকদিয়া ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।করোনা সংক্রমণ রোধে এবার জীবননগর উপজেলাকে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ (২২ জুন)মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলায় নতুনকরে আরও ৮২ জন করোনায় আক্রান্ত হয়েছে যার মধ্যে ২০ জন জীবননগর উপজেলার। করোনা শনাক্ত বৃদ্ধি ছাড়াও উপজেলায় বেড়েছে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা।

আজ জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে করোনা প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য হাজী মোঃ আলী আজগার টগর। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পৌর মেয়র রফিকুল ইসলাম,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী প্রমূখ। 

আগামীকাল বুধবার সকাল ৬ টা থেকে শুরু করে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে ৭ দিনের কঠোর লকডাউন। লকডাউন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের ঘোষণা জীবননগর উপজেলা প্রশাসনের। 

 


একুশে সংবাদ/নিলয়

Link copied!