AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে ৯দিনের সর্বাত্মক লকডাউন শুরু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:১৬ পিএম, ২২ জুন, ২০২১
গোপালগঞ্জে ৯দিনের সর্বাত্মক লকডাউন শুরু

করোনা সংক্রমণরোধে গোপালগঞ্জে আজ মঙ্গলবার (২২জুন) সকাল ৬ টা থেকে ৯ দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। লক ডাউন কযকর করতে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে। পুলিশ শহরের চলাচলকারী ব্যাটারী চালিত ইজি বাইক ও রিক্সা ফিরিয়ে দিচ্ছেন। কোন ইজি বাইক বা রিক্সায় একাধিক যাত্রী নিয়ে চলাচল করলে তাদের নামিয়ে দিচ্ছে। তারপরও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহরের কিছু সংখ্যক ইজি বাইক ও রিক্সা চলাচল করছে। এছাড়া লক ডাউন কাযকর করতে জেলা প্রশাসন একাধিক মোবাইল কোট চালু রেখেছে। তারা নির্দেশনার বাইরে কোন কাজ করলে তাদের তাৎক্ষনিক বিভিন্ন অংকের জরিমানা করছেন। এছাড়া জেলা তথ্য অফিস করেনা সংক্রমন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাইকিং এর মাধ্যমে বিভিন্ন প্রচারণা চালাচ্ছেন। শহরের প্রধান কাঁচা-বাজার খোলা থাকলেও তুলনামূলকভাবে ক্রেতা কম। সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরের চলাচলকারী সাধারন মানুষকে মাস্ক ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। তবে, অনেকেই মাস্ক ব্যবহার করছেন না। শহর থেকে দুরপাল্লার এবং লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এ লকডাউন চলবে আগামী ৩০ জুন মধ্য রাত পযর্ন্ত।

গোপালগঞ্জের সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২১ দিনে জেলায় ২ হাজার ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫’শ ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পযন্ত জেলায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।
 

 

 

 

একুশে সংবাদ/মোহাম্মদ হুসাইন

Link copied!