AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিবচরের ১৩ ইউপির চেয়ারম্যান হলেন যারা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৫১ পিএম, ২২ জুন, ২০২১
শিবচরের ১৩ ইউপির চেয়ারম্যান হলেন যারা

মাদারীপুর শিবচর উপজেলায় দলীয় প্রতীক ছাড়া ১৩ ইউনিয়নে কোনো সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ। শিবচর উপজেলার প্রথম ধাপে ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- মাদবরচর ইউনিয়নে ফজলুল হক মুন্সি, কুতুবপুর ইউনিয়নে হাজী মো. আতিকুর রহমান মাদবর, কাদিরপুরে বিএম জাহাঙ্গীর, দ্বিতীয়খন্ড ইউনিয়নে মনোয়ারা বেগম পুষ্প তালুকদার, শিবচর ইউনিয়নে বাবুল ফকির, পাঁচ্চর ইউনিয়নে হাজি মো. দেলোয়ার হাওলাদার, বাঁশকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান খোকন, ভান্ডারিকান্দি ইউনিয়নে কালাম চোকদার, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া, শিরুয়াইল ইউনিয়নে মো: সুরাব উদ্দিন মাতুব্বর, নিলখী ইউনিয়নে মিজান শিকদার, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে আবদুল বারী উকিল।

শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রথম ধাপের নির্বাচনে ১৩টি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এত বড় এলাকার নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হওয়ায় আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা। আমি চীফ হুইপ
নূর-ই-আলম চৌধুরী স্যারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা রাসেল বলেন, শিবচরের নির্বাচনটি স্থানীয় নির্বাচনে একটি মডেল। বিপুল সংখ্যক ভোটার যেভাবে উৎসবের সাথে শৃঙ্খলাবদ্ধভাবে ভোট দিয়েছেন তা দৃষ্টান্ত। উল্লেখ্য, নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৭৭ জন , মেম্বার প্রার্থী ৪ শত ১৭ জন, সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১ শত ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ২ শত ৫৫ জন, পুরুষ ভোটার ৮৯ হাজার ৪০০ জন, মহিলা ভোটার ৮১ হাজার ৮শত ৫৫ জন। মোট ভোট কেন্দ্র ১১৭ টি, ভোট কক্ষ ৪৮৭টি।

 


একুশে সংবাদ/দেলোয়ার হোসাইন

Link copied!