AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃষ্টির মধ্যে যানজট নিরষণে এসপি প্রবীর কুমার রায়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:০৫ পিএম, ১০ জুন, ২০২১
বৃষ্টির মধ্যে যানজট নিরষণে এসপি প্রবীর কুমার রায়

নতুন বাস স্টান্ডের যানজট নিরষণের বিষয়ে এবং নতুন স্টান্ডে যেন কোন রকম যানজট না হয় এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতা কর্মিদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) (১০ জুন)  দুপুরে নড়াইলের হাতিরবাগান নতুন বাস স্টান্ড নামক স্থানে জনসাধারণের জন্য ও নড়াইল বাসির যানজট নিরাসনে,জনসাধারণসহ শ্রমিক ইউনিয়নের নেতা কর্মিবৃন্দ আনন্দে উৎফুল্ল। এসময় পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ১২৯৫ এর ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জেল শিকদারসহ পুলিশ সুপার নিজে বৃষ্টির মধ্যে শ্রমিকদের নিয়ে হাতিরবাগান। নতুন বাস স্টান্ডের বাস স্টপের যানজট নিরষণের বিষয়ে এবং নতুন স্টান্ডে যেন কোন রকম যানজট না হয় এ বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতা কর্মিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। নড়াইল থেকে নোয়াপাড়া যাওয়ায় হাতির বাগান নামক নতুন বাস স্টান্ডে রাস্তার উপরের বাস দাড়ীয়ে থাকে এজন্য যানজটের সৃষ্টি হয়। নড়াইল থেকে যশোর।যাওয়ায় নতুন স্টান্ড মোড় জুড়ে বাস রাস্তার উপরে দাড়িয়ে থাকায় এবং ইজি বাইক, ড্রামট্রাক, নসিমন, করিমন, মটোরসাকেল, ট্রাক, এ্যাম্বুলেন্স, প্রাভেটকার,মায়ক্রোবাস, সিএনজি যাতায়াতের জন্য এসব যানজটের সৃষ্টি হয় অনিয়ন্ত্রের জন্য বলেও জানান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)। 

এসময় পুলিশ সুপার শ্রমিদের উদ্দেশে আরো বলেন,আপনারা সাস্থ্য বিধী মেনে চলবেন এবং সরকারী আইন মেনে দুই সিটে একজন করে যাত্রী বহন করবেন ও প্রতিটা যাত্রীদের মাস্ক বাদ্ধ্যতামূলক ভাবে পরিধান করতে হবে বলেও জানান। এদিকে হাতিরবাগান নতুন স্টান্ডের রাস্তার পাসে কাঁদায় বাস গুলি নিচে দাড়াতে পারেনা এজন্য এসব রাস্তার পাসে উন্নয়নের জন্য পুলিশ সুপার প্রবীর কুমির রায় পিপিএম (বার) বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের বলেন, আমি আপনাদের জন্য যেখানে যেখানে বলা দরকার এবং এসব বিষয়ে উন্নয়ন করার দরকার আমি আপনাদের জন্য করবো। 

 

 

একুশে সংবাদ/উজ্জ্বল

Link copied!