AB Bank
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফসলের মাঠে কুয়াশা বিন্দুর চিত্র প্রদর্শনী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:১৬ পিএম, ৮ এপ্রিল, ২০২১
ফসলের মাঠে কুয়াশা বিন্দুর চিত্র প্রদর্শনী

হাঁটেন গ্রামের এপাশ থেকে ওপাশ। কোনো কৃষক ফসলি জমির আইল দিয়ে মাথায় লাউ নিয়ে যাচ্ছেন। কেউ জমিতে সার ছিটাচ্ছেন। কয়েকজন গ্রামের তিন রাস্তার মোড়ে বটতলায় বসে ক্ষেতের সবজি বিক্রি করছেন। আবার কেউ এক জায়গার মাটি মাথায় নিয়ে নিচু জায়গায় ফেলে তা ভরাট করছেন। এসব দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই রং আর তুলির সংমিশ্রণে এঁকে ফেলেন সেসব চিত্র।

আর প্রবল আকর্ষন নিয়ে এগুলো দেখতে ভীড় করেন গ্রামের সাধারণ মানুষজন। শহর ছেড়ে নিজ গ্রামের চেহারা শিল্পীর তুলিতে আঁকা দেখে কৃষক, দিনমজুর, শিক্ষার্থী দাঁড়িয়ে থাকেন দর্শক সারিতে। করেন নানা উৎসাহব্যাঞ্জক মন্তব্য।

গাজীপুর জেলার বাড়ীয়া ইউনিয়নের কেশরিতা গ্রামের একটি বটতলায় শুক্রবার কুয়াশা বিন্দুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ফসলের মাঠ থেকে উঠে এসে স্থানীয় এক কৃষক ধান কাটার কাঁচি দিয়ে ফিতা কেটে তাঁর এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

কুয়াশা বিন্দু জানান, শহরে চিত্র প্রদর্শনীর কোনো অভাব হয় না। কিন্তু গ্রামের সাধারণ মানুষ এগুলো দেখার উদ্দেশে সাধারণত শহরে যায় না। সে চিন্তা থেকেই মুলত: গ্রামে বসে গ্রামের ছবি আাঁকার বিষয়টি মাথায় আসে। আর তা থেকেই প্রতি মাসে কমপক্ষে একটি করে হলেও একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেন।  গ্রামের মানুষজনই তাঁর দর্শক।

তিনি জানান, একইসঙ্গে বঙ্গবন্ধু, কবি-সাহিত্যিকসহ নামকরা মানুষের ছবিগুলোও আঁকেন। ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১২ তম ব্যাচে স¤œানসহ ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন ২০১৩ সালে। এরপর চার দেয়ালে ঘেরা, কর্পোরেট লেভেলের বাইরে এসে গ্রামের মানুষের কাছে রং তুলির কাজের পরিচয় ঘটাতেই তাঁর এ উদ্যোগ। বর্ণিল এবং দগ্ধ কাঠের টুকরো দিয়ে তিনিই প্রথম বঙ্গবন্ধুর পোর্ট্রেইট এঁকেছেন বলে দাবী করেন। এছাড়াও মেটাল, তৈল, ফাইবার, পোড়ামাটি, ভাষ্করের ওপরও অনেক কাজ করেছেন তিনি। গাজীপুর সদর উপজেলার বাড়ীয়াতেই জন্ম তাঁর।

স্থানীয়রা জানান, চোখে দেখা বাস্তব দৃশ্যগুলো শিল্পী তুলির সাহায্যে মুহূর্তের মধ্যেই এঁকে ফেলেন। আমাদের চারপাশের দৃশ্য চিত্রের মধ্যে দেখায় ভীষণ আনন্দিত তারা।

কাজী আজিম উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক, সাংবাদিক ও লেখক মাসুদুল হক প্রদর্শনীতে উপস্থিত থেকে বলেন, একজন পেশাদার শিল্পীর গ্রামের মানুষের কাছে এসে রং তুলির মিশ্রণ ঘটানো অপেক্ষাকৃত বিরল একটি ঘটনা। শিল্পীর তুলির আঁচড় সমাজ সংষ্কারে খুব সহজেই গ্রামের মানুষের মনে ইতিবাচক নাড়া দেবে।


একুশে সংবাদ/সা/আ

Link copied!