AB Bank
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৯ পিএম, ২৪ মার্চ, ২০২১
মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার

দিনাজপুরের নবাবগঞ্জে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে "মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার" এই প্রতিপাদ্যেকে সামনে রেখে।

বুধবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আলোচনায় ব্রাকের পিও মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার  ডাঃ শাহজাহান আলী বিশেষ অতিথি হিসেবে ডাঃ সাদিয়া কাশেম সাফা, ডাঃ উম্মে আসমা, ডাঃ আতিকা জাহান শান্তাসহ ব্রাক ও স্বাস্থ্যকেন্দ্রের ষ্টাফ, সাংবাদিকসহ প্রমুখ  উপস্থিত ছিলেন।

১৮৮২ সালের এ দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার ও এ রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষা দিবস পালিত হয়ে আসছে।

এ বিষয়ে ডাঃ শাহজাহান জানান যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবসটি পালিত হয়ে থাকে।

তিনি আরো জানান সারা বিশ্বের দশটি মৃত্যুজনিত কারণের মধ্যে যক্ষ্মা অন্যতম। আর বিশ্বের এক চতুর্থাংশ মানুষের দেহে এই রোগ সুপ্ত অবস্থায় আছে, যা সাধারণত সংক্রমণ ঘটায় না।তবে, এদের মধ্যে পাঁচ থেকে পনেরো ভাগ মানুষের জীবনে যক্ষ্মার সংক্রমণ হতে পারে। এই রোগ নিয়মিত চিকিৎসায় সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।

একুশে সংবাদ / সো.আ / এস

Link copied!