AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫১ পিএম, ২ মার্চ, ২০২১
ভোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরন বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

(২ মার্চ) মঙ্গলবার দুপুরে শহরের বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী মাঝে এ সামগ্রী বিতরন করে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা।

ক্লাবের সভাপতি খাদিজা আকতার স্বপ্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোশারেফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, বুদ্ধি প্রতিবন্দী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবির।

বক্তব্য রাখেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীন সাংবাদিক এমএ তাহের, পূর্ব ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, প্রভাষক রেহানা ফেরদৌস, আবৃত্তি শিল্পী শরমিন জাহান শ্যামলি, রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকার সদস্য সাসম উল আলম মিঠু ও একুশে টিভির জেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন শিপু প্রমুখ।

এছাড়া ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝেও অনেক প্রতিভা রয়েছ, তাদের সাথে মানবিক আচারন করতে হবে।
তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের দিকে লক্ষ্য রাখাতে হবে বিশেষ যত্ন করতে। এরা পরিবারের বোঝা নয়, এরাই একদিন হবে পরিবারের অন্যতম সচ্চল ব্যক্তি।

অনুষ্ঠানে রোটারী ক্লাব অব স্কাইলাইন ঢাকা স্কুলের শতাধিক শিশুকে স্কুল ব্যাগ, খাতা-কলম, রং পেন্সিল দেয়া হয়। একই সাথে শিক্ষার্থীদের জন্য একটি স্কুল ভ্যান দেওয়ার ঘোষনা দেন । অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী তালহা তালুকদার বাধন।

এরআগেও রোটারি ক্লাব অব স্কাইলাইন ঢাকা করোনা কালীন সময়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, ক্ষতিগ্রস্থদের মাঝে মাছের পোনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরন করা হয়েছে।

একুশেসংবাদ/ কা.ই.সু / এস

Link copied!