AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুরুদাসপুরে ৩ মেয়র প্রার্থীসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৫১ পিএম, ১৯ জানুয়ারি, ২০২১
গুরুদাসপুরে ৩ মেয়র প্রার্থীসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত 

নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন শেষ হয়েছে।এ নির্বাচনের তিন মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বায়েজাপ্ত হয়েছে। 


নির্বাচনী বিধি অনুসারে উপস্থিত ভোটের শতকরা ৮ ভাগের নিচে হলেই তাদের জামানত বাতিল হয়।

অনুসন্ধানে দেখা গেছে,গুরুদাসপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির মেয়র প্রার্থী এ্যাড.আজমুল হক বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯২ ভোট।

উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সতন্ত্র প্রার্থী আমজাদ হোসেনের (মোবাইল ফোন)জামানত বাতিল হয়েছে। তিনি পান ২ হাজার ১৯৪ ভোট।

সতন্ত্রপ্রার্থী আব্দুস সালাম রনি। ক্যারামবোর্ড প্রতীক নিয়ে তিনি পান ৪১৪ ভোট।

তিন মেয়র প্রার্থী ছাড়াও ৮জন কাউন্সিলরপ্রার্থী জামানত বায়েজাপ্তের তালিকায় রয়েছেন। তারা হলেন- ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছাইদুল প্রাং ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ ভোট। একই ওয়ার্ডের সুমন রানা পেয়েছেন ১৭ ভোট। ৫ নম্বর ওয়ার্ডে হাসিবুল হাসান মংলা পান ২৪ ভোট(ডালিম)। ১ নম্বর ওয়ার্ডের বেলাল প্রাং ব্ল্যাকবোর্ড নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। ২ নম্বর ওয়ার্ডের ডাক্তার অনুকুল কুমার দাম(ডালিম)৪২ ভোট।

জামানত বায়েজাপ্ত কাউন্সিলর প্রার্থীর তালিকায় আরো রয়েছেন-৬ নম্বর ওয়ার্ডের সোহাগ তালুকদার (ডালিম)পেয়েছেন ৫৫ভোট। ৮ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) প্রতীকে পেয়েছেন মাত্র ৬০ ভোট। ৭ নম্বর ওয়ার্ডের ইমদাদুল হক (ডালিম)১৪ ভোট। তাদের সবার জামানত বাতিল হয়েছে।

সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩ জনের জামানত বায়েজাপ্ত হচ্ছে। তারা হলেন-(৪,৫ ও ৬)নম্বর ওয়ার্ডের মোছা.নুরজাহান বেগম (জবা ফুল) ১৮১ ভোট। নারীপ্রার্থীদের মধ্যে সর্বনিম্ন ভোট তার। ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোছা.রোজিনা বেগমের মোট ২০৬। ৭,৮ও ৯ নম্বর ওয়ার্ডে মোছা.জলি খাতুন(জবা ফুল) পেয়েছেন মাত্র ২১৮। তাদের সবার জামানত বায়েজাপ্ত হয়েছে।

উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন জানান,নির্বাচনী বিধি অনুসারে মোট উপস্থিত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোন প্রার্থী না পেলে তার জামানতের টাকা বাতিল করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সে হিসেবে অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য এ নির্বাচনে মোট ভোটার ছিলো ২৫ হাজার ৪ জন। এরমধ্যে ১৯ হাজার ৭৯৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১২টি কেন্দ্রে প্রদত্ত্ব ভোটের শতকরা গড় উপস্থিতি ৭৯.২০ভাগ ।

একুশে সংবাদ/ এস.ই/এস

Link copied!