AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বানারীপাড়ায় নৌকার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৭:৩৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১
বানারীপাড়ায় নৌকার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরিশালের বানারীপাড়া পৌরসভা নির্বাচনে নৌক প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বর্তমান মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রবিবার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার সময় তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খাঁন, বরিশাল জেলা আওয়ামী সদস্য ও বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান  নুরুল হুদা, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন, পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী প্রমুখ। এর আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুতদার মোহাম্মদ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা হাবিবুর রহমান খাঁন, নৌকার প্রার্থী এ্যাড. সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপির চেয়ারম্যান খিজির সরদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাওলাদ হোসেন সানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমূখ। দপ্তর সম্পাদক আশ্রাফুল হাসান সুমনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তাজেম আলী হাওলাদার, ও মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু, উপ-প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা,উদয়কাঠি ইউপি চেয়ারম্যান রাহাত আহম্মেদ ননী, যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস, সুমম রায় সুমন, মহসিন রেজা, মশিউর রহমান সুমন, ইয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন হোসেন মোল্লা, সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, অপূর্ব দত্ত অপু, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, সাগর আহম্মেদ সাজু, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল, সম্পাদক সজল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান মামুন, সম্পাদক সুলতান হোসেন সিকদার, পৌর শাখার সভাপতি শফিক শাহিন, সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, হৃদয় সাহা প্রমূখ। 

এছাড়াও পৌরসভার ৯ ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহন অুষ্ঠিত হবে।


একুশে সংবাদ/ রা.স/এস

Link copied!