AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে ৭৫ জন ভূমিহীনদের মাঝে ঘরের দলিল বিতরণ 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৮ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১
আত্রাইয়ে ৭৫ জন ভূমিহীনদের মাঝে ঘরের দলিল বিতরণ 

নওগাঁর আত্রাই উপজেলায় ৭৫ জন ভূমিহীনদের মাঝে ঘরের দলিল বিতরণ করা হয়েছে। ভূমিহীন সহায়সম্বলহীনদের রেজিষ্ট্রেশণ এর মাধ্যমে ও নামজারীর মাধ্যমে বিতরণ করা হয়।

রোববার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে সকল ভূমিহীনদের মধ্যে দলিল প্রদান করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাইল ইসলাম বলেন, ঘর নাই (ক) শ্রেণির ভূমিহীনদের ঘরের জমির দলিল প্রদান করা হয়।

আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় উপজেলার ৪ টি ইউনিয়নের মোট ৭৫ টি এসকল দলিল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন আহসানগঞ্জ-সাহাগোলা  ইউনিয়ন ভূমি অফিসের ভূমি কমকর্তা মোঃ মশিউর রহমান,ভোঁপাড়া-পাঁচুপুর ইউনিয়ন ভূমি কমকর্তা মোঃ জাকির হোসেন,হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি কমকর্তা মির্জা মিজানুর রহমান, পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃআফছার আলী প্রামানিক, সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়নুল হক, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর প্রমূখ।

প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযয়ী প্রাথমিক পর্যায়ে এই পরিবারগুলোকে ঘরের জমির দলিল দেয়া হয়। 

একুশে সংবাদ/ কা.বু.ট/এস
 

Link copied!