AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়ি পৌর মেয়র নির্বাচিত নির্মলেন্দু চৌধুরী


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩৯ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১
খাগড়াছড়ি পৌর মেয়র নির্বাচিত নির্মলেন্দু চৌধুরী

খাগড়াছড়ি পৌরসভায় ২য় ধাপে অষ্টম পৌর পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী (নৌকা প্রতীক) ৯০৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল আলম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৮৭৪৯ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রাজু আহমেদ এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিল (ধানের শীষ) পেয়েছেন ৪৩০৮ ভোট। জাতীয় পার্টির ফিরোজ আহম্মেদ (লাঙ্গল) পেয়েছেন ১৮৪ ভোট। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর ১,২,৩ নং ওয়ার্ডে হয়েছেন সালেহা রহমান, ৪,৫,৬ নং ওয়ার্ডে হয়েছেন শাহেদা আক্তার, ও ৭,৮,৯ নং ওয়ার্ডে উক্রাইয়ু মারমা নির্বাচিত হয়েছেন। 

কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা (এবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায়) অতীশ চাকমা (দ্বিতীয় বার), ২নং ওয়ার্ডে যুবলীগ নেতা মানিক পাটোয়ারী, ৩নং ওয়ার্ডে মো: শাহ আলম, ৪নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা বাচ্চুমনি চাকমা, ৫নং ওয়ার্ডে (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মজিদ (দ্বিতীয় বার), ৬নং ওয়ার্ডে যুবলীগ নেতা রেজাউল করিম, ৭নং ওয়ার্ডে যুবলীগ নেতা মংরে মারমা, ৮নং ওয়ার্ডে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ (দ্বিতীয় বার), ও ৯নং ওয়ার্ডে  পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন চাকমা নির্বাচিত হয়েছেন।

একুশে সংবাদ/ মা.র/এস

Link copied!