AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেনমুক্তিযোদ্ধা  শেখ আঃ রহমান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৫৫ পিএম, ১৭ জানুয়ারি, ২০২১
মোংলা পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হলেনমুক্তিযোদ্ধা  শেখ আঃ রহমান

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের শেখ আব্দুর রহমান নৌকা প্রতীকে ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট।

মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

তিনি জানান, এ পৌরসভায় প্রথমবারের মতো ইভিএমে নির্বাচন হলো। ভোট পড়েছে ৩৯ শতাংশ।যদিও এর আগে সকালে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় কেন্দ্র দখল, জোর করে ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ এনে বিএনপির প্রার্থী ভোট বর্জন করেন। তার সঙ্গে বিএনপি সমর্থিত সংরক্ষিতসহ ১২ কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জন করেন।

মোংলা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন ভোট সুষ্ঠ হয়েছে দাবি করে বলেন, ‘সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। ভোট শেষে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা শেখ আব্দুর রহমান ১১ হাজার ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা জুলফিকার আলী পেয়েছেন ৫৮২ ভোট।

এছাড়া সাধারণ আসনে কাউন্সিলর পদে কবির হোসেন, শরিফুল ইসলাম, বাহাদুর মিয়া, শফিকুর রহমান, শরিফুল ইসলাম, জিএম আল আমিন, হুমায়ূন হামিদ নাসির, সরোয়ার হোসেন ও মজনু গাজী এবং নির্বাচিত সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে জাহানারা হোসেন চানু, জোহরা বেগম ও শিউলি আকন নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন। মোংলা  পৌরসভায় মোট ভোটার ছিল ৩১ হাজার ৫২৮ জন।

একুশে সংবাদ/ এম.এইচ.শা/ এস
 

Link copied!