AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঘোড়াঘাটে ঢাকাগামী পরিবহন থেকে ফেন্সিডিল উদ্ধার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:২৯ পিএম, ২৯ নভেম্বর, ২০২০
ঘোড়াঘাটে ঢাকাগামী পরিবহন থেকে ফেন্সিডিল উদ্ধার

দিনাজপুরের ঘোড়াঘাটে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৫৮ বোতল ফেন্সিডিল সহ দুজন মাদক পাঁচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, নাবিল পরিবহনের সুপারভাইজার দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের সোহরাব আলীর ছেলে হাফিজুর রহমান (৩৯) ওই গাড়ির হেলপার একই জেলার পার্বতীপুর উপজেলার যশাই সৈয়দপুর গ্রামের মানিক ইসলামের ছেলে লিমন ইসলাম (২৩) রবিবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১টার সময় ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে এস আই  জিয়াউর রহমান, এস আই খুরশিদ আলম সহ সঙ্গীয় ফোর্স  ঢাকা-দিনাজপুর মহাসড়কের খেতাবমোড় (থানামোড়) এলাকায় চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান শুরু করে।

এ সময় দিনাজপুর থেকে আগত ঢাকাগামী নাবিল কোচ (মেট্রো-ব-১৪-২৩৯২) থামিয়ে তল্লাশি চালিয়ে সিটের উপর বাংকারের ভিতরে পৃথক দুটি ব্যাগ থেকে ৫৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। পরে ফেন্সিডিল পাঁচারের অভিযোগে নাবিল পরিবহন দুজন কর্মচারীকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

একুশে সংবাদ/এআরএম

Link copied!