AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধুনটে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:০৫ পিএম, ১৮ নভেম্বর, ২০২০
ধুনটে অগ্নিকান্ডে ৬ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, অর্ধকোটি টাকার ক্ষতি

বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর তিনমাথা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট-সোনাহাটা সড়কের কান্তনগর তিনমাথা বাজার এলাকায় গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে উন্মোক্ত ভাবে গ্যাসের সিলিন্ডার, ডিজেল, পেট্রোল, কেরোসিন তেল বিক্রি করেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে মেসার্স তিন ভাই ট্রেডার্সের মালিক আবু সাইদের ফিড মেডিসিনের দোকান, মেসার্স দুই বোন ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর সার, বীজ-কীটনাশকের দোকান, দেলবর হোসেনের ভাই ভাই ষ্টেশনারী-কসমেটিকের দোকান, মিজানুর রহমানের ফল ভান্ডার এবং অনিল হেয়ার কাটিং এর মালিক গৌতম চন্দ্র শীলের দোকান পুড়ে গেছে। 

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ধুনট ও শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছেন। থানা পুলিশ ও স্থানীয় জনগনের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুনে পুড়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আতাউর রহমান বলেন, কান্তনগর তিনমাথা বাজারে গোলাম মোস্তফার মেসার্স দুই বোন ট্রেডার্স নামে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের আগুন নিয়ন্ত্রন করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগীতা করা হয়েছে। অগ্নিকান্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

একুশে সংবাদ/এআরএম

Link copied!