AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘বিদেশি শক্তির চাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্ব’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৩ পিএম, ১৫ নভেম্বর, ২০২০
‘বিদেশি শক্তির চাপে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে বিলম্ব’

‘ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। এনজিও ও বিদেশি শক্তিদের চাপে এই স্থানান্তর প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।’ রবিবার বেলা ১১টায় রাজশাহী কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষকদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জিএসপি নিয়ে তারা ভাবছেন না। তবে পণ্য রপ্তানিতে আমেরিকার নতুন সরকারের কাছে ট্যারিফ কমানোর দাবি থাকবে।

সভায় তিনি বলেন, ‘বাংলাদেশের দুটি বিষয় উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এর একটি হলো মানবসম্পদ, অন্যটি নদী-নালা।’

আবুল মোমেন বলেন, ‘বাংলাদেশের মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এ জন্য তাদের দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমানে প্রবাসসী বছরে ১৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠান। এটি আরও বৃদ্ধি করা সম্ভব। তাছাড়া দেশে প্রায় এক হাজার ৩০০ নদী-নালা রয়েছে। সেগুলোকে কাজে লাগাতে হবে।’

রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী নগরীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি রাজশাহী কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

একুশে সংবাদ/ঢা/এআরএম

Link copied!