AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে ২ জনের মৃত্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১২:৩৭ পিএম, ২১ অক্টোবর, ২০২০
রামুতে পাহাড় কাটতে গিয়ে মাটি ধসে ২ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রণয় চাকমা।

নিহতরা হলেন— উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার মৃত মো. হোছনের ছেলে আলি আহমদ (৩৫) ও মো. কালুর ছেলে মুজিবুর রহমান (৩২)। এরা দুজনই পরিবহন শ্রমিক।

ইউএনও প্রণয় চাকমা জানান, রাতে একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এসময় হঠাৎ মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়ে নিহত হন।  স্থানীয় জনতার সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ইউএনও আরও জানান, একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতের আঁধারে নির্বিচারে পাহাড় নিধন করে। কয়েকদিন আগেও পাহাড় নিধন বন্ধে অভিযান চালানো হয়েছিল। পাহাড় কাটা বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একুশে সংবাদ/ঢা/এআরএম

Link copied!