AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বর্ণিল সাজে সেজেছে কলারোয়ার ৪১ দুর্গাপূজার মন্ডপ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:১৩ এএম, ১২ অক্টোবর, ২০২০
বর্ণিল সাজে সেজেছে কলারোয়ার ৪১ দুর্গাপূজার মন্ডপ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা ২১ অক্টোবর বুধবার শুরু হতে যাচ্ছে। কলারোয়া উপজেলায় শারদীয় উৎসবের আয়োজনে ব্যস্ত সময় পার করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। শরতের আগমণীতে দুঃখ দৈন্য নিপীড়িত মর্ত্যলোকের মানব মাঝে, মহাশক্তির অধিকারীনিরুপে আবির্ভূত হন, শ্রীশ্রী মহামায়া মা দূর্গা। তখন আলোকিত হয়ে ওঠে দশদিশি। 

এবছর উপজেলায় ৪১টি সার্বজনীন দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আগামি ২১ অক্টোবর পূণ্য মহালায়ার মধ্য দিয়ে মর্ত্যধামে দেবীপক্ষের শুরু হবে। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন’ ঢাক ও কাসির বাজনা ছাড়াও মায়েদের কপাল সিন্দুরে রাঙানোর মধ্য দিয়ে ২৬ অক্টোবর সোমবার বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপুজা। 

উপজেলার মন্দির ঘুরে দেখা গেছে-অনেক স্থানে শিল্পীরা মাটির কাজ শেষে প্রতিমা রং করার পরে তারা পূজা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মনোরঞ্জন সাহা এ প্রতিবেদককে জানান-উপজেলায় ৪১টি মন্ডপে সারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌর সদরের তুলসীডাঙ্গায় ২টি, মুরারীকাটিতে ৩টি, ঝিকরায় ১টি, গোপিনাথপুরে ২টি, উত্তর ক্ষেত্রপাড়ায় ১টি, খোরদোয় ১টি, ধানদিয়ায় ১টি, জয়নগরে ৪টি, কাশিয়াডাঙ্গা ১টি, বৈদ্যপুরে ১টি, কয়লায় ১টি, শ্রীপতিপুরে ১টি, লাঙ্গলঝাড়ায় ১টি, খাসপুরে ১টি, আইচপাড়ায় ১টি, বাকসায় ২টি, সোনাবাড়ীয়ায় ১টি, বেলী দাস পাড়ায় ১টি, নাথপুরে ১টি, গয়ড়া-চন্দনপুরে ১টি, কেরালকাতায় ১টি, সাতপোতায় ১টি, দামোদরকাটিতে ১টি, শুভংকরকাটিতে ১টি, হেলাতলায় ১টি, শিবানন্দকাটিতে ১টি, রায়টায় ১টি, কুশোডাঙ্গায় ১টি, দেয়াড়ায় ২টি, পাকুড়িয়ায় ১টি, পাটুলিয়ায় ২টি পূজা মন্ডপে দূর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এই সকাল মন্ডপের মধ্যে  ১৬টি পূর্জা মন্ডপ ঝুকি পূর্ন হিসাবে ঘোষণা করা হয়েছে। সে গুলো হচ্ছে-পৌর সদরের (১)তুলসীডাঙ্গা ঘোষপাড়া মাতৃ পূজা মন্দির, (২)ঝিকরা হরিতলা ফুজা মন্ডপ, (৩)মুরারীকাটি দক্ষিণপাড়া পূজা মন্ডপ, (৪)মুরারীকাটি দক্ষিণ হরিসভা পূজা মন্ডপ, (৫)গোপিনাথপুর দক্ষিণপাড়া পূজা মন্ডপ, (৬)জয়নগর মাতৃ মন্দির ফুজা মন্ডপ, (৭) জয়নগর কর্মকার পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, (৮)বাকসা দাসপাড়া পূজা মন্ডপ, (৯)বাকসা সার্বজনীন দূর্গা মন্দির, (১০)সোনাবাড়ীয়া মঠমন্দির পূজা মন্ডপ, (১১)গয়ড়া-চন্দনপুর সার্বজনীন পূজা মন্ডপ, (১২) কেরালকাতার ঠাকুরবাড়ী সার্বজনীন দূগা মন্দির, (১৩)কুশোডাঙ্গা সার্বজনীন পূজা মন্ডপ, (১৪)পাটুলিয়া কেন্দ্রিয় সার্বজনীন পূজা মন্ডপ, (১৫)পাটুলিয়া সনাতন সার্বজনীন পূজা মন্ডপ, (১৬)দেয়াড়া ঘোষপাড়া রাধাগোবিন্দ মন্দির রয়েছে। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধেশ্বর চক্রবর্তী জানান-এবার কয়েকটি মন্ডপে অতিরিক্ত আকর্ষণ থাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড় থাকবে। দর্শনার্থীরা যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা দর্শণ করতে পারে সেজন্য স্বেচ্ছাসেবকের পাশাপাশি পুলিশ প্রশাসনও কঠোর অবস্থানে থাকবেন। যাথাযোগ্য উৎসাহ ও উদ্দীপনা ও আড়ম্বরের সঙ্গে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

কলারোয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারান চন্দ্র পাল জানান, হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এ পূজাকে ঘিরে যাতে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হতে পারে সেজন্য তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছেন।

একুশে সংবাদ/এআরএম

Link copied!