ঢাকায় অধ্যয়নরত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ’ এর উদ্যোগে এক বর্ণাঢ্য পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ই মার্চ) রাজধানীর সিটি কলেজের পাশে ধানমন্ডির স্টার কাবাব এন্ড হোটেলে এ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টাসহ ঢাকায় বসবাসরত ঠাকুরগাঁও জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার্থীদের সহায়তার নানা দিক নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান ও সামাজিক সহায়তা কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।
এছাড়াও, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত শিক্ষার্থীরা ভবিষ্যতে সংগঠনকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের নেতারা বলেন, ঢাকায় অবস্থানরত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের জন্য এই সংগঠন একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও বেশি সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন কার্যক্রম হাতে নেওয়া হবে। ঢাকায় বসবাসরত সকল ঠাকুরগাঁও বাসীকে এ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :