AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‍‍`ইসিএস‍‍` কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২১ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪
‍‍`ইসিএস‍‍` কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

রাজধানীর এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন (২০২৫-২০২৬) অনুষ্ঠিত হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ভোট প্রয়োগ করেছেন ভোটাররা। ব্যানার পোস্টার ছেয়ে গেছে পুরো এলাকা।


শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির বিসিএসের নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৯১৩ জন। নির্বাচনে পদের সংখ্যা মোট ৯ টি। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনটি পদে তিনজন প্রার্থী। বাকি ৬ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মোঃ ওয়াহেদুল হাসান দীপু, সহ-সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম হাজারী ও কোষাধ্যক্ষ পদে নাসিব আহমেদ।


নির্বাচনে সাধারণ সম্পাদক পদে এ কে এম মিজানুর রহমান পলাশ, মোঃ নোমান শিকদার ও মোঃ ইকবাল হোসাইন, যুগ্মসাধারণ সম্পাদক পদে মোঃ আনিসুর রহমান শিপন ও মোঃ আমিনুল ইসলাম ইমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তানজিল হোসেন ও মোঃ শাফিক ইসলাম, প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে মোঃ আব্দুল কাদের ও শাহাদাত হোসেন রায়হান, সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ ফিরোজ খান ও মোঃ সোহেল বেপারি, নির্বাহী সদস্য পদে কবির হোসেন, মোঃ আরশাদ খান (এরশাদ), মোঃ এনামুল কবির, মোঃ ফিরোজ আলম (মিলন), মোঃ আনিসুর রহমান, মোঃ নুরুল আবছার ও মোঃ শিশির আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


নির্বাচন চলাকালীন সময়ে একাধিক প্রার্থী একুশে সংবাদকে বলেন, খুবই সুন্দর একটি পরিবেশে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচন কমিশনার। আজকে আমাদের মিলন মেলা। নির্বাচনে যেই জয়ী হবে তার সাথে এক হয়ে এই এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির উন্নয়নে কাজ করায় আমরা দৃঢ় প্রতিজ্ঞা বদ্ধ।


একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতির উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।


এই নির্বাচনে, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ ইউসুফ আলম শামীম বলেন, খুবই সুন্দর একটি পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রার্থী বা ভোটারদের পক্ষ থেকে কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।

 

একুশে সংবাদ/রাফি/বাবু

Link copied!