একক গোষ্ঠীর স্বৈরতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মুক্ত মানবতার অখণ্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার আহ্বান জানিয়ে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার লোকের সমাগমে ঘটতে দেখা যায় এই মহাসমাবেশে।
শুক্রবার (৮ই সেপ্টেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়।মহাসমাবেশে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব World humanity revolution এর প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
সভাপতির ভাষনে ইমাম হায়াত বলেন, জীবন ও জগতের দয়াময় স্রষ্টা প্রদত্ত প্রাকৃতিক রুপরেখায় এবংনস্রষ্টার মহান রাসুল নির্দেশিতভাবে রাষ্ট্র ও দুনিয়া এবং রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সকল সম্পদ কোন এক ধর্মানুসারী বা এক জাতি এক গোষ্ঠীর নয়, আলো বাতাস মাটি পানির মতই সব মানুষের। একক গোষ্ঠীবাদি অপরাজনীতির মাধ্যমে রাষ্ট্রকেকেবল একক সম্প্রদায়- একক জাতি- একক গোষ্ঠীর কুক্ষিগত করা দয়াময় স্রষ্টা ও মহান রেসালাতের কর্তৃত্ব অস্বীকার ও মানবজীবন অস্বীকার এবং সত্য ও মানবতার বিরুদ্ধে ধ্বংসাত্মক অপরাধ।
তিনি বলেন, জীবনের সত্য হারিয়ে মানুষ অমানুষ হওয়া, ধর্মের সত্য হারিয়ে ধর্মগুলো অধর্ম পাশবতায় পরিণত হওয়া, মানবজীবনের সকল সংকট ও দুর্দশা এবং চলমান সকল রাষ্ট্রীয় সন্ত্রাস-খুন-জুলুম-লুট- বর্বরতা-পাশবতা-উৎখাত-ধ্বংস-যজ্ঞের মূলে আছে ধর্মের নামের আড়ালে অধর্ম উগ্রবাদি অপরাজনীতি এবং বস্তুবাদি জাতীয়তাবাদী ভাবধারায় মানবতা বিধ্বংসী একক গোষ্ঠীবাদি হিংস্র অপরাজনীতি। মানবতা বিধ্বংসী এই দুই অপরাজনীতির বিভীষিকা থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার রাজনীতি।
ইমাম হায়াত বলেন, প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই মানবজীবনের প্রধান নিয়ন্ত্রক ও নিয়ামক শক্তি, আর এজন্য রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে সত্য- ন্যায়- মানবতা ভিত্তিক। একক ধর্ম ও মতবাদের ভিত্তিতে নিজ নিজ ধর্মমতপথ পেশায় নিজেদের অভ্যন্তরীণ দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারেনা। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীর দলকে রাজনৈতিক দল স্বীকার করলে মানবজীবন ও রাষ্ট্র অস্বীকার হয় এবং একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র বৈধতা দেয়া হয় বলে জানান তিনি।
ইমাম হায়াত বলেন, , বর্তমান দুনিয়ায় বস্তুবাদি মতবাদের আধাঁরে জীবনের সত্য ও মানবজীবনের সংজ্ঞা যেমন বিলুপ্ত হয়েছে, তেমনি রাজনীতি- রাজনৈতিক দল- রাষ্ট্র ও জীবনের স্বাধীনতা- পরাধীনতার সংজ্ঞাও বিলুপ্ত হয়ে বিভিন্ন ভাল শব্দেরনআড়ালে মিথ্যা ও জুলুম- বর্বরতা- স্বৈরতার ধারা কায়েম হয়ে আছে। বস্তুবাদি পাশবিক দৃষ্টিতে বা অধর্ম উগ্রবাদি পাশবিক দৃষ্টিতে নয়, কেবলমাত্র সত্য ও মানবতার দৃষ্টিতেই অতীত বর্তমান ও ভবিষ্যতের সব ইতিহাসের মূল্যায়ন হতে হবে। মানবতা বিধ্বংসী মিথ্যা-জুলুম-স্বৈরতার ধারক একক গোষ্ঠীবাদি সকল অপশক্তির অপরাজনীতির গ্রাস থেকে অবরুদ্ধ জীবন, ধর্ম, দেশ, রাষ্ট্র, গণতন্ত্র ও পরাজিত মানবতার মুক্তির একমাত্র উপায় সত্য ও মানবতার উৎস আল্লাহ তাআলার রাসুল প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত সব মানুষের মালিকানা-নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা-মর্যাদা ভিত্তিক মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি।
তিনি বলেন, বস্তুবাদি জাতীয়তাবাদ জীবনের সত্য অস্বীকার ও মানবসত্তার মৃত্যু এবং ধর্মের নামে অধর্ম উগ্রবাদি একক ধর্মের নামে রাষ্ট্র ধর্মের মৃত্যু। একক গোষ্ঠীবাদি কুক্ষিগত রাষ্ট্র প্রকৃতপক্ষে রাষ্ট্র নয়, জীবনের কারাগার ও মানবতার কসাইখানা। প্রকৃত ধর্মের নির্দেশিত রাজনীতি মানবতার রাষ্ট্রের লক্ষ্যে মানবতার রাজনীতি। দয়াময় স্রষ্টার মহিমা ও তাঁর রেসালাতের মহিমা স্বীকার করলে এবং মানবজীবন স্বীকার করলে স্রষ্টা ও তাঁর রাসুল প্রদত্ত জীবনের স্বাধীনতা ও সব মানুষের দুনিয়া ভিত্তিক মানবতার রাজনীতি স্বীকার করতে হবে। প্রকৃত ধর্মের শিক্ষা দয়াময় স্রষ্টা ও স্রষ্টার মহান রাসুলের ভালবাসায় সব মানুষকে ভালবাসা ও সব মানুষের কল্যাণে সব মানুষের সমান অধিকার ও মানবিক সাম্যের ধারায় মানবিক ভ্রাতৃত্ব ভিত্তিক অখণ্ড মানবতার দুনিয়ার লক্ষ্যে কাজ করা বলে জানান ইমাম হায়াত।
ইমাম হায়াত বলেন, দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুলের দান হিসেবে সব মানুষ প্রতিটি মানুষ তার নিজ জীবনের মালিক ও দুনিয়ার সম্মিলিত মালিক’, যা ব্যতীত জীবনের স্বাধীনতা ও জীবনের দুনিয়া হয়না। দয়াময় স্রষ্টা ও তাঁর মহান রাসুল প্রদত্ত মুক্ত জীবনের মৌলিক ভিত্তি জীবনের আত্মমালিকানা ও প্রতিটি মানুষের দুনিয়ার সম্মিলিত মালিকানা লুণ্ঠিত হয়ে বস্তুবাদি জাতীয়তাবাদ ও অধর্ম উগ্রবাদের গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতার দাসত্ব শৃঙ্খলে মানবজীবন আজ সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে আছে। জীবন ও মানবতার অস্তিত্ব রক্ষায় মানবসত্তা ও জীবনের আত্মমালিকানা এবং দুনিয়ার সম্মিলিতমালিকানার ভিত্তিতে মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার লক্ষ্যে জীবনের বিপ্লব বিশ্ব ইনসানিয়াত বিপ্লব সব মানুষের জন্য সময়ের অপরিহার্য কর্তব্য। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্মের দল নয়- সব মানবিক মানুষের দল- জীবনের দল- যার বাইরে জীবন ও মানবতা এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়ার কোনো সংজ্ঞাও নেই।
মহাসমাবেশের প্রস্তাবে সব মানবিক মানুষকে নিজ নিজ অস্তিত্ব রক্ষায় বস্তুবাদের আঁধারে মৃত মানবসত্তার পুনরুজ্জীবনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। অধর্ম উগ্রবাদি অপশক্তি কর্তৃক অবৈধ রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে আইয়ামে জাহেলিয়াতের লিঙ্গবাদী বস্তুবাদি পাশবিকভাবধারায় মা বোনদের ধর্মীয় ও রাজনৈতিক মানবিক অধিকার হরণ এবং শিক্ষা ও বিকাশের অধিকার রুদ্ধ করার ঘৃণ্য বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে জীবনবিরোধী সকল অপশক্তির রুদ্ধতা স্বৈরতা পাশবতা উৎখাত করে মানবতার মুক্তির বিপ্লবে সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানানো হয় এই সমাবেশে।
মহাসমাবেশের প্রস্তাবে সব রাষ্ট্র বহাল রেখেও সব রাষ্ট্রের সমন্বয়ে বিশ্ব মানবিক ইউনিয়ন গঠন, সব রাষ্ট্রের প্রতিনিধিত্বের ভিত্তিতে বিশ্ব মানবিক সরকার গঠন, সব মানুষের কল্যাণে বিশ্ব মানবিক তহবিল ও বঞ্চিত সব মানুষের জন্য ও বিশেষভাবেসব শিশুর শিক্ষা- স্বাস্থ্য ও সুরক্ষায় বিশ্ব মানবিক বাজেট গঠনের আবেদন জানানো হয়।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর সভাপতিমন্ডলী ও সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মহাসচিব শেখ রেহান আফজাল রাহবার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মহানগর নেতৃবৃন্দ ও সারা বাংলাদেশ থেকে আগত বক্তবৃন্দ।
একুশে সংবাদ/স ক
আপনার মতামত লিখুন :