AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনর যাত্রা শুরু



পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনর যাত্রা শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ১ম ব্যাচের শিক্ষার্থী এম. এম. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের শিক্ষার্থী এস. এম. হেদায়েতুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মো. আব্দুল্লাহ আল নোমান (১ম ব্যাচ), সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম (২য় ব্যাচ), মেহেরুন নেছা কাকলি (৩য় ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক: ফাওজিয়া ফাতহা (২য় ব্যাচ), আবু নাছের মোহাম্মদ শাফিউল্লাহ (৩য় ব্যাচ), মো. ওমর ফারুক (৪র্থ ব্যাচ), সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ (৩য় ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক: মো. তৌহিদুজ্জামান রিফাত (৬ষ্ঠ ব্যাচ), কোষাধ্যক্ষ: মো. ইফারাদ আলম (৫ম ব্যাচ), সহ-কোষাধ্যক্ষ: ইসরাত জাহান (৫ম ব্যাচ), দপ্তর সম্পাদক: মো. মাহবুবুল আলম শাওন (৪র্থ ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক: মো. ফজলে রাব্বি (৭ম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. খালেদ মাসুদ (৫ম ব্যাচ), সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: নুর মোহাম্মদ শাহিন (৭ম ব্যাচ), কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (৫ম ব্যাচ), উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান (৮ম ব্যাচ), ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: তারানা শারমিন (৪র্থ ব্যাচ), উপ-ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: সৌরভ চন্দ্র দেবনাথ (৮ম ব্যাচ), গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: মো. নাসিমুল গনি উসমানী (৬ষ্ঠ ব্যাচ), উপ-গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: আমাতুল ইলাহ মীম (৮ম ব্যাচ), ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান শুভ (৪র্থ ব্যাচ), উপ-ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. রিয়াজুল ইসলাম (৮ম ব্যাচ)।

নির্বাহী সদস্যরা হলেন: রাফিয়া তাহসিন (১ম ব্যাচ), শিমুল দাস (২য় ব্যাচ), রাজিব সরকার (৩য় ব্যাচ), কাজী রেজওয়ান হোসেন (৬ষ্ঠ ব্যাচ), সানজিদা মুনমুন (৭ম ব্যাচ), আশিক মাহমুদ (৭ম ব্যাচ) ও এ কে এম মেহেদী হাসান (৮ম ব্যাচ)।

নবনির্বাচিত সভাপতি এম. এম. মেহেদী হাসান বলেন, “প্রাথমিকভাবে আমরা এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য— এনএফএস পরিবারের সকল এলামনাইকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা। এর মাধ্যমে আমরা শুধু প্রাক্তনদের মধ্যে যোগাযোগ শক্তিশালী করব না, বরং অনুজদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করব। পাশাপাশি, ফ্যাকাল্টির সার্বিক উন্নয়নে এলামনাইদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে চাই।”

সাধারণ সম্পাদক এস. এম. হেদায়েতুল ইসলাম বলেন, “বহু প্রতীক্ষার ফসল এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন, পবিপ্রবি’র নবনির্বাচিত প্রথম কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

এনএফএস-এর সকল অ্যালামনাইকে আরও সংগঠিত, সক্রিয় ও ঐক্যবদ্ধ করতে আমরা একযোগে কাজ করব। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে আমাদের প্রিয় ফ্যাকাল্টি ও এর শিক্ষার্থীদের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!