বিগত ১৯ বছর পর এই প্রথম ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতি`র নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ভোটারদের ব্যাপক সাড়া জানিয়েছেন প্রার্থীরা। সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জানান নির্বাচন কমিশনার। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা।
মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এই শপিং কমপ্লেক্সে মোট ৯২০ টি দোকান রয়েছে। মোট ভোটার ৭৯২ জন। ৩১টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সোলায়মান-আলমগীর পরিষদে সভাপতি পদে সোলায়মান মুন্সি, সাধারণ সম্পাদক পদে আলমগীর কবীর, সি. সহ সভাপতি পদে মোঃ আবুল বাশার, সহ সভাপতি পদে মোঃ আলমগীর হোসেন, মোঃ মজিবুর রহমান, মোঃ হারুনূর রশীদ, মোঃ আবুল কালাম ও মোঃ মোস্তফা মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুর রহমান আল ফারুকী, যুগ্ম-সাধারন সম্পাদক পদে মোঃ রুবেল চৌধুরী ও মোঃ কাউসার খান, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ রুমন মাতবর আকাশ ও জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে মোঃ হেলাল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোশারেফ হোসেন, অডিট সম্পাদক পদে মোঃ নাজমুল হাসান, বিদ্যুৎ সম্পাদক পদে আখতারুজ্জামান গাজী, নিরাপত্তা সম্পাদক পদে মোঃ লিকুর রহমান সেলিম, এসি সম্পাদক পদে মোঃ ইউসুফ, লিফট ও এ্যাক্সেলেটর সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইব্রাহিম ইয়ামিন, ধর্ম সম্পাদক পদে মোঃ আক্তার মোল্লা, প্রচার সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক পদে মোঃ রিমেল, এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ শফিক, মোঃ কবির হোসেন, মোঃ ছাইদুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনির হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে মিজান-শাহেদ পরিষদে সভাপতি পদে মোঃ মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক পদে আনিসুল মান্নান শাহেদ, সি. সহ সভাপতি তোফাজ্জল হোসাইন, সহ-সভাপতি মোঃ নাজমুল হুদা (স্বপন), আবুল হাসেম, মোঃ সারোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম (স্বপন) ও নাজনীন জাহান, সি. যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন (স্বপন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ খান (টিটু) ও ফিরোজ মাহমুদ চৌধুরী (কিরন), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ বাদল হোসেন ও মোঃ অজিউল্লাহ, কোষাধ্যক্ষ পদে মোঃ বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তারিক সিদ্দিকী, অডিট সম্পাদক পদে মোঃ সাজেদুল হক (পিন্টু), বিদ্যুৎ সম্পাদক পদে রাজিব আহম্মেদ (রুবেল), নিরাপত্তা সম্পাদক পদে মোঃ আবু জাফর খান (তুহিন), এসি সম্পাদক পদে ফজলে এলাহি (পিন্টু), লিফট ও এক্সেলেটর সম্পাদক পদে মোঃ মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শংকর কুমার সাহা, ধর্ম সম্পাদক পদে এম. জি. সারোয়ার (বিটু), প্রচার সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (আনু), দপ্তর সম্পাদক পদে মশিউর রহমান (বাবুল), এছাড়াও কার্যকরী সদস্য পদে মোঃ হাবিব উল্লাহ, ইমাম মেহেদী (সোহেল), মোঃ আবুল বাশার, আব্দুর রাজ্জাক, মোঃ সামসুদ্দিন, মোঃ তাসলিম খাঁ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
নির্বাচন চলাকালীন সময়ে সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর কবীর একুশে সংবাদকে বলেন, দীর্ঘ ১৯ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বিশেষ অনুভূতি কাজ করছে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী ভাই ভাই। এই শপিং কমপ্লেক্সের উন্নয়নের লক্ষ্য নিয়েই প্রার্থী হয়েছি। জয়ী হলে এই ব্যবসায়ীদের উন্নয়নে, সকলকে নিয়ে কাজ করতে চাই। বিগতদিনের অনিয়ম আগামী দিনে আর হবে না। সকলের প্রচেষ্টায় এই মার্কেট একটি রোল মডেল হিসেবে গড়ে তুলব।
এ সময় একাধিক প্রার্থী মন্তব্য করেছেন, এর আগে কিছুদিন ইষ্টার্ণ গ্রুপের লোকজন মার্কেটের কমিটির দায়িত্ব পালন করেছেন। তবে বর্তমানে তারা আশাবাদী যে, আজকের নির্বাচনের মাধ্যমে মার্কেটের সুদিন ফিরে এসেছে। নতুন নেতৃত্ব ব্যবসায়ীদের উন্নয়ন এবং মার্কেটের আধুনিকায়নের জন্য কাজ করবে।
একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা, তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ইষ্টার্ণ মল্লিকা দোকান মালিক সমিতি’র উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। সমিতির সকল সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য।
এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল-আমিন (সাদি) বলেন, সকাল থেকে ভোট গ্রহণ খুবই সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা নির্বাচন সংক্রান্ত সকল আচরণবিধি মেনে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। নির্বাচনের আচরণবিধি মেনে চলার ফলে কোনো বিশৃঙ্খলা তৈরি হওয়ার আশঙ্কা নেই। এছাড়াও, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।
নির্বাচন কমিশনার শেখ আব্দুস সামাদ বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় যে নেতৃত্ব উঠে আসবে, সেই নেতৃত্ব আগামী দিনে মার্কেটে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালাবে। ব্যবসায়ীরা একে অন্যের সুখ-দুঃখে পাশে থাকবে। নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের আপনজন।
একুশে সংবাদ/রাফি/বাবু/বি
আপনার মতামত লিখুন :