AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩০ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

নির্বাচনের জন্য অপেক্ষা করছে দেশের মানুষ : আমীর খসরু

দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জনগণ একটি গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নিতে চায়। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে যে সাংবিধানিক ও অর্থনৈতিক জটিলতার কথা বলা হচ্ছে, সেগুলোর সমাধানও তখন সহজ হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরাম আয়োজিত এক সেমিনারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “বর্তমানে দেশের নানা সঙ্কট জমে আছে, আর এসব থেকে উত্তরণের পথ হলো একটি নির্বাচিত সরকার। তাই এখন আমাদের মূল মনোযোগ রাজনৈতিক পরিবর্তনের দিকে। জনগণের প্রধান প্রত্যাশা—গণতান্ত্রিক পরিবেশে অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন। ছোটখাটো বিষয় নিয়ে মানুষের আগ্রহ নেই; তারা শুধু ভোট চায়।”

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় প্রসঙ্গে তিনি বলেন, কোন দিকে রায় যাবে তা সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ার। বিচারব্যবস্থার ওপর আস্থা রাখা সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে আমীর খসরু আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী এ আয়োজনটিতে চীন, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি এবং ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!