AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরামের নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৪:০৭ পিএম, ২৯ নভেম্বর, ২০২৪
রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরামের নির্বাচন অনুষ্ঠিত

রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টস ফোরাম (আরপিইএসএফ) এর নির্বাচন ২০২৪-২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর সাউথ কল্যাণপুর এর অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচনের আয়োজন করে সংগঠনটি। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ২২ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। শুধু সাহিত্য ও সংস্কৃতি পদে মোঃ ফিরোজ হোসেন ও মির্জা আসিফ ইবনে আশরাফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সভাপতি পদে মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সভাপতি পদে মোঃ হাফিজুর রহমান চঞ্চল, সহ-সভাপতি (এক) মোঃ ওবায়দুল হক, সহ-সভাপতি (দুই) সৈয়দ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক পদে খন্দকার কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক (এক) মোঃ শামীম হোসেন, যুগ্ম সম্পাদক (দুই) মোঃ মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউল হক, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ লিখন আহম্মেদ, অর্থ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মাজেদুল ইসলাম, গণসংযোগ ও আইটি সম্পাদক মোঃ আফতাব মাহমুদ বাবু, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, চাকুরী বিষয়ক সম্পাদক মোঃ হাসান হিমেল, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আসাদুর রহমান আসাদ, মহিলা সম্পাদিকা হাসনা আরা, লাইব্রেরী পাবলিকেশন ও তথ্য সম্পাদক মোছা: শারমিন জাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রওসন জামিল, নির্বাহী সদস্য মোঃ আল আমীন, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ হুমায়ুন কবির।  

সভাপতি মোঃ নজরুল ইসলাম একুশে সংবাদকে বলেন, আজকে আমাদের মিলন মেলা। আমাদের এই সংগঠন একটি অরাজনৈতিক সংগঠন। সব পদেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। একটি পদে নির্বাচন হচ্ছে। যেই জয়ী হবে, তাকে সাথে নিয়ে এই ফোরামের উন্নয়নে কাজ করব। আমাদের চলমান কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন মূখী উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। 

সাধারণ সম্পাদক খন্দকার কামরুল ইসলাম বলেন, আমাদের নির্বাচন কমিশনার সুষ্ঠ ও সঠিক গনতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের এই নির্বাচন পরিচালনা করছেন। কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি ২২ টি পদে এবং নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে একটি পদে। সমগ্র বাংলাদেশের রাজশাহী পলিটেকনিক এক্স স্টুডেন্টদের এই ফোরামের সদস্য হওয়ার আহবান জানান তিনি। এই ফোরামের সকল সদস্য একে অপরের প্রতি আন্তরিক। আমি ফোরামের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকারবদ্ধ।

একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা দুই প্রার্থী আমাদের আপনজন। সকলে মিলে এই ফোরামের উন্নয়ন কাজ করবে এটা আমাদের প্রত্যশা। এই ফোরামের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এই নেতৃবৃন্দ এটাই আমাদের কাম্য। 

এই নির্বাচনের বোর্ড চেয়ারম্যান মোঃ একরামুল হক ও আপীল বোর্ডের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী একে অপরের প্রতি আন্তরিক ও এক পরিবার। একটি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকল পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। প্রায় ৮০০‍‍`র অধিক ভোটার রয়েছে। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। 

এসময় এই নির্বাচনের, নির্বাচন বোর্ডের সদস্য মোঃ আব্দুর রশিদ ও মোঃ নুর নাজমুল আলম শাহীন এবং আপীল বোর্ডের সদস্য মোঃ রফিকুল আলম রফিক উপস্থিত ছিলেন।

একুশে সংবাদ/বাবু/এস কে

Link copied!