AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাবিতে ছাত্রদলের পোস্টার, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ


ঢাবিতে ছাত্রদলের পোস্টার, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও বিভিন্ন দেয়ালে ছাত্রদলের পোস্টার সাঁটানোর প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ নভেম্বর) রাতে এই বিক্ষোভ থেকে ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

রাত সাড়ে ৯টায় বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা প্রথমে একটি প্রতিবাদ সমাবেশ বের করেন এবং পরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং অন্যান্য হল থেকে শিক্ষার্থীরা যোগ দেন। শিক্ষার্থীদের মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে যায়। রাত ১২টার দিকে শিক্ষার্থীরা হলে ফেরেন।

৭ নভেম্বর “ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস” উপক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোসহ বিভিন্ন দেয়ালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিসংবলিত পোস্টার সাঁটায় ছাত্রদল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা হয়। এরপর রাতে ক্যাম্পাসজুড়ে মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা “দেয়ালে পোস্টার, সামনে দুর্ভাগ্য”, “এখানে ছাত্র রাজনীতির কোনো স্থান নেই”, “২০২৪, আর ছাত্ররাজনীতি নয়” ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যতক্ষণ না ছাত্রদলের পোস্টার হলের দেয়াল থেকে সরিয়ে না নেয়, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আন্দোলনকারী মীর মুহাম্মদ আসিফ বলেন, “ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রদল এখানে পোস্টার লাগিয়েছে। তারা হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। এটা রোধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোসাদ্দিক আলী বলেন, “সিন্ডিকেট সাময়িকভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে। অধিকাংশ শিক্ষার্থী হলগুলোতে রাজনীতি সমর্থন করে না। নিষেধাজ্ঞা সত্ত্বেও কোনো রাজনৈতিক দল কীভাবে হলগুলোতে পোস্টার লাগাতে পারে?”

এদিকে রাতে এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন বলেছে, সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হলচত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ছাড়া কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াললিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য।

 

একুশে সংবাদ/ঢ.ট/এনএস

Link copied!