AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সহপাঠীকে মারধরের অভিযোগে খুবির ৫ শিক্ষার্থীকে জরিমানা


Ekushey Sangbad
পাপড়ি খানম, খুলনা বিশ্ববিদ্যালয়
০৫:১২ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৩
সহপাঠীকে মারধরের অভিযোগে খুবির ৫ শিক্ষার্থীকে জরিমানা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সহপাঠীকে মেরে রক্তাক্ত এবং নারী সহপাঠীর গায়ে হাত তোলায় চারজনকে জরিমানাসহ অবিভাবকের উপস্থিতিতে  মুচলেকা প্রদান এবং একজনকে উক্ত শাস্তিসহ দুই টার্মের ফলাফল স্থগিত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরিফ হাসান লিমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে মারামারি শুরু করা ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মেহেদী হাসান জুবায়েরকে মেরে রক্তাক্ত করার ও অর্ণবকে মারার অপরাধে ডেভলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিনের আরিফুল ইসলামকে বিশ হাজার টাকা জরিমানা ও এনআইডি কার্ড সহ অবিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদানের শাস্তি দেওয়া হয়। মারামারিতে সক্রিয়ভাবে অংশগ্রহন করার অপরাধে ব্যাবসায় প্রশাসন ডিসিপ্লিনের আলি হোসেন ইমন ও জিহাদ হাওলাদার এবং ডেভলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিনের আদনান বিন আলমকে দশ হাজার টাকা জরিমানা ও এনআইডি কার্ড সহ অবিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদানের শাস্তি দেওয়া হয়। 


অন্যদিকে ভিন্ন ঘটনায় নিজ সহপাঠী সারা মারিয়াম কে শারীরিক ভাবে আঘাত করার অপরাধে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো: রিমন আলিকে আগামী দুই টার্মের ফলাফল স্থগিত ও পঁচিশ হাজার টাকা জরিমানা এবং এনআইডি কার্ড সহ অবিভাবকের উপস্থিতিতে মুচলেকা প্রদান করার শাস্তি প্রদান করা হয়েছে। 


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী এক মাসের মধ্যে মুচলেকা প্রদান ও জরিমানার টাকা এসটিডি- ৪০ হিসাবে জমা দিতে হবে। শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে।


উল্লেখ্য, শৃঙ্খলা বোর্ডের অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির তদন্ত-প্রতিবেদন ও অভিযুক্ত শিক্ষার্থীর কারণ দর্শানো নোটিশের জবাব পর্যালোচনা করে তাঁদের বিরুদ্ধে অপরাধের মাত্রানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!