AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ববি ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার


Ekushey Sangbad
ক্যাম্পাস প্রতিনিধি
১২:৫২ পিএম, ৪ জুন, ২০২৩
ববি ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলের কয়েকটি কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ।

 

শনিবার (৩ জুন) বিকেলে হলটির ২০০৬, ৫০০৯, ৩০০৫ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন হলের প্রভোস্ট আবু জাফর মিয়া। এসব কক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী নাভিদ, মঞ্জু, রাকিব, মুশফিক রহমান থাকত বলে জানা গেছে।

 

জানা যায়, রক্তিমের অনুসারী ইরাজ শরীফকে হলের রুম থেকে নামিয়ে দেওয়া এবং পূর্ববর্তী ঘটনার জের ধরে রাজু মোল্লা কে ভয়ভীতি দেখানোকে কেন্দ্র করে নাভিদ গ্রুপের সাথে বিবাদের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ছাত্রলীগের একাংশের তথ্যানুসারে হল কতৃপক্ষ এসব কক্ষে অভিযান চালায়। এ সময় হলের ২০০৬, ৩০০৫ ও ৫০০৯ নং কক্ষে অভিযান চালিয়ে ২৪ টি জিআই পাইপ, টি বাঁশ, প্লাস্টিক পাইপ, অটো ছুরি, বটি, রটসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়৷ পরে ২০০৬ ও ৩০০৫ নং কক্ষ সিলগালা করা হয়৷

 

হল সূত্র জানায়, ২০০৬ নং কক্ষে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জুসহ আরও কয়েকজন থাকে। শনিবার অভিযানকালে এই কক্ষটি থেকে ১৯ জিআই পাইপ, রড, দা এবং ৩০০৫ নং কক্ষে ফিন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রলীগ কর্মী মুশফিক রহমান কয়েকজন থাকে৷ ৫ টি জিআই পাইপ সহ গাঁজা ও বিভিন্ন ধরণের মাদকদ্রব্য পাওয়া যায় এ কক্ষে৷

 

আবাসিক শিক্ষার্থী রুম্মান ইসলাম বলেন, শনিবার দুপুরে ছাত্রলীগের কতিপয় কর্মী ২০০৬ নং কক্ষে তালা লাগিয়ে দেয় এবং প্রভোস্টকে খবর দেয়। তখন কক্ষে অবস্থানরত অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে দা নিচে ফেলে দেয়। পরে প্রভোস্ট এসে তালা খুলে ৩৫,টি জিআই পাইপসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করেন। পরে আরও কয়েকটি কক্ষে অভিযান চালায় হল কর্তৃপক্ষ৷

 

এ বিষয়ে প্রভোস্ট সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, প্রভোস্ট হিসেবে আমি সব সময় চাই আমার হলে যারা আবাসিক ছাত্র আছে তারা নিরাপদ থাকু, সুস্থ-স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করুক এই জায়গা থেকেই আজকে আমরা হলে অভিযান পরিচালনা করি এবং কিছু অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করি। মাদকদ্রব্য পাওয়ার বিষয়ে তিনি বলেন, মাদকের বিষয়ে আমার কোন ধারণা নেই।

 

এছাড়াও তিনি বলেন, কোনো শিক্ষার্থী দ্বারা যদি হলে সামগ্রিক পরিবেশ ও কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়। তাহলে তার বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

 

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের কোন কমিটি গঠন হয়নি৷ কমিটি গঠন না হলে ছাত্রলীগের নামে বিশ্ববিদ্যালয়টিতে একাধিক গ্রুপ রয়েছে৷

 

একুশে সংবাদ/জা.হো.প্রতি/এসএপি

Link copied!