AB Bank
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়াই করছে ৪৫ জন


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০২:৫১ পিএম, ২৯ মে, ২০২৩
রাবির ভর্তিযুদ্ধে প্রতি আসনে লড়াই করছে  ৪৫ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। সোমবার (২৯ মে) সকাল ৯ টায় ‍‍`সি‍‍` ইউনিটের প্রথম শিফট পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শুরু হয়।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করছে প্রায় ৪৫ জন ভর্তিচ্ছু।

 

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন স্থান হতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেন। ভর্তিচ্ছু আর অবিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। কেউ কেউ বন্ধুদের সঙ্গে দলবেঁধে, কেউ বাবা-মায়ের সঙ্গে, কেউবা নিজে নিজে এসে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছেন।

 

হাবিবউল্লাহ নামের ভর্তিচ্ছু বলেন, নির্ঘুম রাত পার করে অনেক কষ্টে চট্টগ্রাম থেকে এখানে পরীক্ষা দিতে এসেছি। একটু বিশ্রামেরও সুযোগ পাইনি, দেখা যাক কি হয়।

 

মরিয়ম বেগম নামের এক অভিভাবক বলেন, পরিবারে আর কেউ না থাকায় মেয়েকে নিয়ে পরীক্ষার হলে এসেছি, পরীক্ষা শেষ না হওয়া অব্ধি এখানে অপেক্ষা করব। ক্যাম্পাসের পরিবেশ নিরিবিলি আছে, তবে বসার জন্য আরেকটু ব্যবস্থা থাকলে ভালো হতো।

 

প্রসঙ্গত, ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে ৩০ মে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩১ মে। ভর্তি পরীক্ষায় তিন হাজার নয়শত ত্রিশটি আসনের বিপরীতে এবার তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭২ হাজার ৫০টি, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি।

 

প্রতি ইউনিটে চার শিফট করে মোট ১২ টও শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, দুপুর ১টা থেকে বেলা ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

১০০ নম্বরে এক ঘণ্টার পরীক্ষায় বহুনির্বাচনি প্রশ্ন থাকবে ৮০টি। এতে প্রতি ৪টি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে পরীক্ষার্থীদের।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!