AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


জাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

 

শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মনজুরুল হক কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিরা।

 

উপাচার্যের শ্রদ্ধা নিবেদনের পর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, অফিসার সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন হল ও বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

এর আগে ভাষা শহীদদের স্মরণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গানটি বাজানো হয়।

 

এছাড়া, ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ.কম/আ.র.প্র/জাহাঙ্গীর

Link copied!