AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নানা আয়োজনে ইবিতে কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৬:৫৮ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
নানা আয়োজনে ইবিতে কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন

জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ‘ফ্যামিলি ডে’ উদযাপন করা হয়েছে।

 

এ উপলক্ষে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) উদ্বোধনী সভা, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন করা হয়।

 

সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি কর্মকর্তা সমিতির সভাপতি এ.টি.এম এমদাদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। 

সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ^বিদ্যালয়ের ফুটবল মাঠে কর্মকর্তা ও তাদের সহধর্মিণী এবং সন্তানদের জন্য বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে মধ্যাহ্ন ভোজ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে র‌্যাফেল ড্র এর মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

 

এর আগে, উদ্বোধনী বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘আজকের এ অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মকর্তাদের পারিবারিক বন্ধন সৃষ্টি হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আগমণে আজকের এ অনুষ্ঠান নতুন-পুরাতনের মিলন-মেলায় পরিণত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করি এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বদ্ধপরিকর হয়।’

 

একুশে সংবাদ.কম/আ.হ.প্র/জাহাঙ্গীর

 

Link copied!