AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির সাদ্দাম হোসেন হলে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতা


Ekushey Sangbad
আবির হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়
০৭:৩৩ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
ইবির সাদ্দাম হোসেন হলে আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিতর্ক উৎসব-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত সাদ্দাম হল আন্তঃফ্লোর বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির আয়োজনে সাদ্দাম হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

 

‘এসো যুক্তির সাথে, এসো আগামীর পথে’ থিমে আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিতর্কের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সিন্ডিকেটই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মূল কারণ’। এতে সরকারী দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

 

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ইবি প্রেস ক্লাবের সভাপতি আবু হুরাইরা। স্পিকারের দায়িত্ব পালন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মাসুম সরকার আলভি ও সময় নিয়ন্ত্রক ছিলেন আবু সোহান।

 

এ সময় সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল-আমিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলটির প্রভোস্ট প্রফেসর  ড. মো. আসাদুজ্জামান।

 

 বিশেষ অতিথি হলের আবাসিক শিক্ষক এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. সুতাপ কুমার ঘোষ। এছাড়া সংগঠনটির সদস্যরা ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া সহ অতিথি ও বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, বিতর্ক এমন একটি বিষয় যা মানুষের জ্ঞানকে অনেকভাবে অনুপ্রাণিত করে। বিতর্কের মাধ্যমে একটি বিষয়ের সুষ্ঠু সমাধান বেরিয়ে আসবে, এটাই থাকে কাম্য।

 

সাদ্দাম হল ডিবেটিং সোসাইটির সভাপতি আল-আমিন মিলন বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের বিবেককে জাগ্রত করার জন্য আমাদের এ প্রচেষ্টা। প্রতি বছরই আমরা এমন আয়োজন করে থাকি, এরই ধারাবাহিকতায় আমাদের এ বছরের এ আয়োজন। সামনে আমাদের এমন আয়োজন অব্যাহত থাকবে।

একুশে সংবাদ.কম/আ.হো/বি.এস

Link copied!