AB Bank
ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জজ দুই শিক্ষার্থীকে শেরে বাংলা হল কর্তৃক সংবর্ধনা


Ekushey Sangbad
জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়
০৯:৩৯ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৩
জজ দুই শিক্ষার্থীকে শেরে বাংলা হল কর্তৃক সংবর্ধনা

পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (সহকারী জজ) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শেরে বাংলা হল কর্তৃপক্ষ৷

 

বুধবার (১ ফেব্রুয়ারী) বিকাল তিনটায় শেরে বাংলা হলের প্রভোস্ট রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়৷ সুপারিশপ্রাপ্ত ওই দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনে রকিবুল হাসান ও ২০১৪-১৫ সেশনের  হাদিসুর রহমান৷

 

সংবর্ধনা অনুষ্ঠানে শেরে বাংলা হলের প্রোভোস্ট আবু জাফর মিয়ার  উপস্থিতে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আশিক-ই এলাহী, হলের আবাসিক শিক্ষক ও ইংরেজী বিভাগের চেয়ারম্যান ইয়াসিফ আহমেদ ফয়সাল, হলের আবাসিক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মতিউর রহমান, সেকশন অফিসার জসীম উদ্দিন৷

 

সংবর্ধনা পাওয়া ওই দুই শিক্ষার্থী জানায়, শেরে বাংলা হল কর্তৃপক্ষের এমন ঘটনায় তারা হল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই৷ এমন আয়োজনের মাধ্যমে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থীরা পড়াশুনায় আরও অনুপ্রাণিত হবে ও ভবিষ্যৎে ভালো স্থানে পৌঁছিয়ে এ হলের সন্মান বৃদ্ধি করবে৷

 

হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন,শেরে বাংলা হলের দুজন আবাসিক ছাত্র সাব-জাজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটি হল প্রশাসনের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমি আশা করি এই আবাসিক শিক্ষার্থীদ্বয়ের এই সফলতা অন্যান্য সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য  অনুপ্রেরণা জোগাবে এবং ভবিষ্যতে তারাও নিজেদেরকে সর্বোচ্চ সাফল্যের শিখরে নিয়ে যেতে উদ্ধুদ্ধ হবে।

 

উল্লেখ্য,এ বছর বিশ্ববিদ্যালয় থেকে দুইজন শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েছেন, ওই দুইজন শিক্ষার্থী শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী৷

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!